মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, গুরুতর আহত ৪ পড়ুয়া
ইমামা খাতুন
- আপডেট :
২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: জীবনের প্রথম বড় পরীক্ষার দিতে বেরিয়ে দুর্ঘটনার শিকার পরীক্ষার্থীরা। মাঝ রাস্তায় উলটে যায় অটো। ঘটনায় গুরুতর আহত হয়েছে চার পরীক্ষার্থী সহ অভিভাবক ও অটোচালক। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জিরানগাছা ব্রিজের কাছে। হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় পরীক্ষা দিতে যাচ্ছিল তারা বলেই খবর। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যারা পরীক্ষা দিতে যাচ্ছিল, তারা প্রত্যেকেই ভাঙড় হাই মাদ্রাসার ছাত্রছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাস্তায় যাওয়ার সময় জিরানগাছা ব্রিজের কাছে হঠাৎ এক শিশু রাস্তার ওপর চলে আসে। তাকে বাঁচাতে গিয়েই অটোটি উলটে যায়। রাস্তার ওপর একাধিকবার পাল্টি খায় সেটি। ঘটনায় আহত হয়েছেন অটো চালক, অভিভাবক ও পরীক্ষার্থীরা।
ঘটনায় বেশ কয়েকজন আহত। পরিস্থিতি বুঝে তাঁদের কয়েকজনকে রেফার করা হবে বলে জানান হসপিটালের স্বাস্থ্য আধিকারিক হিরন্ময় বোস। যে সকল ছাত্র ছাত্রী সুস্থ আছে তাদের হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা। এ বছর মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষা দিচ্ছেন। যা গত বছরের তুলনায় অনেকটাই কম। গত বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। জানা গিয়েছে, এ বছর মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৩৬ শতাংশ। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী বয়সসীমা বেঁধে ভর্তি করার জন্যই এ বছর কমেছে পরীক্ষার্থীর সংখ্যা।