১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৪০-৫০ জন ভারতীয় এখনও যুদ্ধগ্রস্ত ইউক্রেনে আটক ­- বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি

ইমামা খাতুন
  • আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 3

পুবের কলম প্রতিবেদক : ফেব্রুয়ারি থেকে প্রায় ২২, ৫০০ জন নাগরিক ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছে এবং প্রায় ৪০-৫০ জন ভারতীয় এখনও যুদ্ধগ্রস্ত ইউক্রেনে আটকে রয়েছে, বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানালেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। তিনি জানান, এখনও অবধি ৫০ জন ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন, এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসতে চান। লেখি আরও জানান, কিয়েভের দূতাবাস সূত্রে জানা গিয়েছে যে এখনও ইউক্রেনে প্রায় ৫০ জন ভারতীয় আটকে রয়েছেন। যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে দূতাবাসের তরফে। এখনও অবধি ২২ হাজার ৫০০ জন ভারতীয়কে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপরে সামরিক অভিযানের ঘোষণা করেন। এরপর রুশ সেনা ইউক্রেনে হামলা চালানোর পরই সে দেশের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। ফলে যুদ্ধের মাঝেই আটকে পড়েন ভারতীয়রা। এদের মধ্যে অধিকাংশই মেডিক্যাল । অন্যদিকে গত পাঁচ বছরে আটকে পড়া ভারতীয় এবং অন্যান্য নাগরিকদের উদ্ধারের জন্য কতগুলি অভিযান চালানো হয়েছিল সে সম্পর্কে অন্য একটি প্রশ্নের উত্তরে মীনাক্ষী লেখি বলেন যে, ‘বিশ্বব্যাপী কোভিড মহামারী চলাকালীন সরকার ভারতীয় নাগরিকদের ফেরানোর জন্য বন্দে ভারত মিশন চালু করেছিল। আজ অবধি বন্দে ভারত মিশন এবং এয়ার বাবল এর পরিচালিত ফ্লাইটে প্রায় ২.৯৭ কোটি যাত্রীকে সুবিধা দেওয়া হয়েছে। অপারেশন দেবী শক্তি’- এর অধীনে, আগস্টের মধ্যে সাতটি ফ্লাইটে ৪৪৮ ভারতীয় নাগরিক, ২০৬ আফগান (হিন্দু শিখ সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ) এবং ১৫ জন নেপাল, লেবানন এবং উগান্ডা সহ মোট ৬৬৯ জনকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, যে সমস্ত ভারতীয় নাগরিকরা ভারতে ফিরতে চেয়েছিলেন তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪০-৫০ জন ভারতীয় এখনও যুদ্ধগ্রস্ত ইউক্রেনে আটক ­- বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি

আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক : ফেব্রুয়ারি থেকে প্রায় ২২, ৫০০ জন নাগরিক ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছে এবং প্রায় ৪০-৫০ জন ভারতীয় এখনও যুদ্ধগ্রস্ত ইউক্রেনে আটকে রয়েছে, বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানালেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। তিনি জানান, এখনও অবধি ৫০ জন ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন, এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসতে চান। লেখি আরও জানান, কিয়েভের দূতাবাস সূত্রে জানা গিয়েছে যে এখনও ইউক্রেনে প্রায় ৫০ জন ভারতীয় আটকে রয়েছেন। যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে দূতাবাসের তরফে। এখনও অবধি ২২ হাজার ৫০০ জন ভারতীয়কে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপরে সামরিক অভিযানের ঘোষণা করেন। এরপর রুশ সেনা ইউক্রেনে হামলা চালানোর পরই সে দেশের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। ফলে যুদ্ধের মাঝেই আটকে পড়েন ভারতীয়রা। এদের মধ্যে অধিকাংশই মেডিক্যাল । অন্যদিকে গত পাঁচ বছরে আটকে পড়া ভারতীয় এবং অন্যান্য নাগরিকদের উদ্ধারের জন্য কতগুলি অভিযান চালানো হয়েছিল সে সম্পর্কে অন্য একটি প্রশ্নের উত্তরে মীনাক্ষী লেখি বলেন যে, ‘বিশ্বব্যাপী কোভিড মহামারী চলাকালীন সরকার ভারতীয় নাগরিকদের ফেরানোর জন্য বন্দে ভারত মিশন চালু করেছিল। আজ অবধি বন্দে ভারত মিশন এবং এয়ার বাবল এর পরিচালিত ফ্লাইটে প্রায় ২.৯৭ কোটি যাত্রীকে সুবিধা দেওয়া হয়েছে। অপারেশন দেবী শক্তি’- এর অধীনে, আগস্টের মধ্যে সাতটি ফ্লাইটে ৪৪৮ ভারতীয় নাগরিক, ২০৬ আফগান (হিন্দু শিখ সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ) এবং ১৫ জন নেপাল, লেবানন এবং উগান্ডা সহ মোট ৬৬৯ জনকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, যে সমস্ত ভারতীয় নাগরিকরা ভারতে ফিরতে চেয়েছিলেন তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।