খেরসনে ৪০০ ইউক্রেনীয় সেনা নিহত

- আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার
- / 7
পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ বলেছেন, খেরসন অঞ্চলে একটি অস্থায়ী ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলায় ৪০০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। ‘রাশিয়ান এরোস্পেস বাহিনী দ্বারা পরিচালিত বিমান হামলা এবং আর্টিলারি ইউনিট দ্বারা পরিচালিত আক্রমণগুলি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৪৬ তম এয়ারবর্ন ব্রিগেডের অস্থায়ী ঘাঁটিতে আঘাত হানে।
এতে ৪০০ জনেরও বেশি সেনা নিহত হয়। কোনাশেনকভ বলেন, ‘ ‘খেরসন অঞ্চলের আন্দ্রেয়েভকা, লোজোভয়ে এবং ডলগোভয়ে বসতিগুলির কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ১০৫ তম ব্যাটালিয়নের অবস্থানে রাশিয়ান বিমান বাহিনীর হামলা চালিয়েছে। এদিকে, ইউক্রেনের জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রের কাছে যেকোনও ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংঘের পরমাণু পর্যবেক্ষক দল।
ওই এলাকায় পরমাণু বিপর্যয়ের বাস্তব ঝুঁকির কথা মাথায় রেখে সতর্ক করেছে তারা। ইউরোপের সবচেয়ে বড় এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে গোলাগুলির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। ইউক্রেন বলছে, রুশ সামরিক হামলায় স্থাপনাটির একটি অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মার্চে এই বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। বিদ্যুৎকেন্দ্রটিতে রাশিয়া তাদের অনুগত ইউক্রেনীয় কর্মীদের নিয়োগ দিয়েছে। তবে কেন্দ্রটি থেকে আশপাশের এলাকার অসামরিক লোকালয়ে রাশিয়া রকেট হামলা চালাচ্ছে বলে কিয়েভের অভিযাগ।