স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট খেয়ে যোগী রাজ্যে অসুস্থ ৪৯ জন পড়ুয়া
- আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্কঃ যত কান্ড যোগী রাজ্যে। স্কুল থেকে দেওয়া আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ কমপক্ষে ৪৯ জন পড়ুয়া এমনটাই অভিযোগ। অসুস্থ পড়ুয়াদের বয়স পাঁচ থেকে ১১ বছরের মধ্যে। এই ঘটনা সামনে আসতেই যোগী সরকারকে বিঁধেছেন পড়ুয়ারা।
উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার সুহাগপুরা এলাকার শক্তহাল গ্রাম। সেখানেই এই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ। সংবাদসংস্থা সূত্রের খবর তিনদিন আগে পড়ুয়াদের এই আয়রন ট্যাবলেট দেওয়া হয়। এরপরেই ওই শিশুরা অসুস্থ বোধ করতে থাকে। তাদের জ্বর আসে। পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়েই গ্রাম পঞ্চায়েত এবং অন্যান্য জনপ্রতিনিধিরা গ্রামে আসেন। অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত ৩০ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতাপগড় জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন অসুস্থ পড়ুয়াদের চিকিৎসা চলছে। তাদের জ্বর এবং শরীরে অস্থিরতা আছে। বমিও করেছে অনেকে। ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডাঃ জগদীপ খারদি জানিয়েছে স্কুলের জল এবং খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই বোঝা যাবে। তবে যেহেতু বর্ষাকাল জলবাহিত রোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছেনা।