তিমির সঙ্গে নৌকার ধাক্কায় মৃত ৫

- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্কঃ নিউ জিল্যান্ডে একটি তিমির সঙ্গে সংঘর্ষের পর একটি নৌকা ডুবে গিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নৌকাটি দক্ষিণের দ্বীপ শহর কাইকোরার কাছে ডুবে গেছে। উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ১১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ছয় জনকে উদ্ধার করা হয়েছে। পরে জরুরি পরিষেবা কর্মীরা পাঁচটি মরদেহ উদ্ধার করেন। কাইকোরার মেয়র ক্রেগ ম্যাকল বলেন, দুর্ঘটনার সময় সমুদ্র শান্ত ছিল। মনে করা হচ্ছে, নিচ থেকে একটি তিমি এসে ধাক্কা মেরে নৌকাটি উল্টে দিয়েছে। জানা গিয়েছে, নিউ জিল্যান্ডের এই অঞ্চলটিতে সবচেয়ে বড় দাঁতওয়ালা শিকারি মাছ হিসেবে পরিচিত হল স্পার্ম হোয়েল। ঘটনার সময় সেখানে কিছু হাম্পব্যাক তিমিও ছিল। নিউজিল্যান্ডের উপকূলীয় কাইকোরা শহরটি তিমি দেখার একটি জনপ্রিয় গন্তব্য। এখানে পর্যটকরা তিমি, ডলফিন এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী কাছাকাছি দূরত্ব থেকে দেখার সুযোগ পান। ফলে অঞ্চলটিতে বাণিজ্যিকভাবে নৌকা ভ্রমণ বা হেলিকপ্টার যাত্রার প্যাকেজ অফার করা হয়ে থাকে।