১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল,জায়গায় জায়গায় ভূমিধস, নিহত ৫

পুবের কলম
  • আপডেট : ১৬ অক্টোবর ২০২১, শনিবার
  • / 2

পূবের কলম ওয়েবডেস্ক : ব্যাপক বর্ষণে বিপর্যস্ত কেরল। ইদুক্কি এবং কোট্টায়াম জেলায় ব্যাপক ভূমি ধস হয়েছে। যার জেরে ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আবহাওয়া দফতর বলছে সকাল পর্যন্ত আরও বৃষ্টির সম্ভাবনা।

প্রবল বর্ষণে কেরলে দিনভর যা হল দেখে নিন এক পলকে
১। কেরলে প্রবল বর্ষণে জায়গায় জায়গায় ভূমিধসে মৃত্যু হয়েছে ৫ জনের।
২। কোট্টায়াম ও ইদুক্কি জেলার ভূমিধসে অন্তত ১২ জন নিখোঁজ বলে যান গিয়েছে।
৩।ইরনাকুলাম, ইদুক্কি, ত্রিসূর, পালাক্কাড সহ বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে রেডএলার্ট।
৪। তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপুঝা, মালাপ্পুরম, কোঝিকোড় ও ওয়ানডে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
৫। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের অনুরোধে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রশাসনকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। নেমেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ১১ টি দল।
৬। সাহায্যের জন্য এমআই -১৭ এবং সারং হেলিকপ্টারগুলি রাখা রয়েছে। দক্ষিণ এয়ার কমান্ডের অধীনে সমস্ত ঘাঁটিগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
৭ । সেনাবাহিনী বন্যা কবলিত এলাকায় তাদের কর্মী মোতায়েন করেছে।প্রায় ৩০ জন সদস্যের সেনা কলাম প্যাঙ্গোড মিলিটারি স্টেশন থেকে কাঞ্জিরাপল্লিন কোট্টায়াম জেলায় স্থানান্তরিত হয়েছে।
৮। সাউদার্ন ন্যাভাল কমান্ডও উদ্ধার কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তারা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছে।
৯। মুখ্যমন্ত্রীর কার্যালয় একটি সতর্কতামূলক নোট পাঠিয়েছে, যাতে জনগণকে কড়া সতর্ক করা হয়েছে। পাহাড়ে বা নদীর কাছাকাছি ভ্রমণের জন্য বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
১০। কেরল উপকূলে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর একটি নিম্নচাপ এলাকা তৈরির দিকে ইঙ্গিত করেছে আবহাওয়া অফিস । আগামীকাল সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল,জায়গায় জায়গায় ভূমিধস, নিহত ৫

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, শনিবার

পূবের কলম ওয়েবডেস্ক : ব্যাপক বর্ষণে বিপর্যস্ত কেরল। ইদুক্কি এবং কোট্টায়াম জেলায় ব্যাপক ভূমি ধস হয়েছে। যার জেরে ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আবহাওয়া দফতর বলছে সকাল পর্যন্ত আরও বৃষ্টির সম্ভাবনা।

প্রবল বর্ষণে কেরলে দিনভর যা হল দেখে নিন এক পলকে
১। কেরলে প্রবল বর্ষণে জায়গায় জায়গায় ভূমিধসে মৃত্যু হয়েছে ৫ জনের।
২। কোট্টায়াম ও ইদুক্কি জেলার ভূমিধসে অন্তত ১২ জন নিখোঁজ বলে যান গিয়েছে।
৩।ইরনাকুলাম, ইদুক্কি, ত্রিসূর, পালাক্কাড সহ বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে রেডএলার্ট।
৪। তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপুঝা, মালাপ্পুরম, কোঝিকোড় ও ওয়ানডে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
৫। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের অনুরোধে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রশাসনকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। নেমেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ১১ টি দল।
৬। সাহায্যের জন্য এমআই -১৭ এবং সারং হেলিকপ্টারগুলি রাখা রয়েছে। দক্ষিণ এয়ার কমান্ডের অধীনে সমস্ত ঘাঁটিগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
৭ । সেনাবাহিনী বন্যা কবলিত এলাকায় তাদের কর্মী মোতায়েন করেছে।প্রায় ৩০ জন সদস্যের সেনা কলাম প্যাঙ্গোড মিলিটারি স্টেশন থেকে কাঞ্জিরাপল্লিন কোট্টায়াম জেলায় স্থানান্তরিত হয়েছে।
৮। সাউদার্ন ন্যাভাল কমান্ডও উদ্ধার কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তারা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছে।
৯। মুখ্যমন্ত্রীর কার্যালয় একটি সতর্কতামূলক নোট পাঠিয়েছে, যাতে জনগণকে কড়া সতর্ক করা হয়েছে। পাহাড়ে বা নদীর কাছাকাছি ভ্রমণের জন্য বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
১০। কেরল উপকূলে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর একটি নিম্নচাপ এলাকা তৈরির দিকে ইঙ্গিত করেছে আবহাওয়া অফিস । আগামীকাল সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।