নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ মণিপুর সরকারের

- আপডেট : ৯ মে ২০২৩, মঙ্গলবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্ক: মণিপুরে জাতিগত হিংসায় নিহত হয়েছেন ৬০ জন। জখম হয়েছেন আরও ২৩০ জন। আনুমানিক ১৭০০ বাড়িঘর আগুনে পুড়েছে। এই হিসাব মণিপুর সরকারের। তবে বেসরকারি হিসাব এর দ্বিগুণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই পরিসংখ্যান দিয়ে বলেন, রাজ্যের দাঙ্গা কবলিত এলাকাগুলি থেকে প্রায় ২০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। আরও দশ হাজার লোক এখনও আটকে রয়েছেন। তবে এদের সব ধরনের খেয়াল রাখা হচ্ছে। মণিপুরের হিংসা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, কারা কারা এই হিংসার জন্য দায়ী। তাদের অবশ্যই চিহ্নিত করা হবে।
মুখ্যমন্ত্রী বীরেন্দ্র আরও জানান, জাতিগত দাঙ্গায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁরা মারাত্মক জখম হয়েছেন তাঁদের দুই লক্ষ টাকা এবং সামান্য জখম যাঁরা হয়েছেন তাঁদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পুড়ে যাওয়া বাড়িঘরও সরকার তৈরি করে দেবে বলে মুখ্যমন্ত্রী বীরেন্দ্র জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী স্বীকার করেন, সংঘর্ষের সময় দাঙ্গাকারীরা পুলিশের থেকে ১০৪১টি আগ্নেয়াস্তার লুঠ করেছে। এখন অবধি ২১৪টি উদ্ধার করা হয়েছে।