পর্যটক টানতে বিমানের ৫ লক্ষ টিকিট বিনামূল্যে!

- আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্ক: মহামারি করোনার কল কাটিয়ে পর্যটনে গতি ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছে হংকং। পর্যটক টানতে বিমানের ৫ লক্ষ টিকিট বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে হংকং। এ পরিমাণ বিমান টিকিটের মূল্য ২৫ কোটি মার্কিন ডলার।
কোভিডের কড়াকড়ি উঠে গেলেই এ টিকিট বিতরণ শুরু করবে কর্তৃপক্ষ। করোনা মহামারির আগে ২০১৯ সালে ৫ কোটি ৬০ লক্ষের মতো পর্যটক পেয়েছিল হংকং।
মহামারির ভয়াবহতা কমার পর ২০২২ সালের প্রথম আট মাসে নগরটিতে পর্যটক এসেছে মাত্র ১ লক্ষ ৮৪ হাজার। হংকং এরই মধ্যে করোনা বিধিনিষেধ শিথিল করেছে।
তবে করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধও হংকংয়ের পর্যটনে ধাক্কা দিয়েছে। কোভিড ও ইউক্রেন যুদ্ধবিষয়ক নিষোজ্ঞা ও শর্তাবলীর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও হংকংয়ে পর্যটকের সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম কার।
হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেঙ বলেন; করোনার কারে সরকারি যেসব বিধিনিষেধ আছে; সেগুলো পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে। এরপরই বিনামূল্যে টিকিটের প্রচার শুরু হবে। পর্যটক টানতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান; এয়ারলাইন্স কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করবে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিনামূল্যে বিতরণের জন্য আসা ও ফিরতি উভয় টিকিট