১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার ৫০০, ইউক্রেনের ২,৮০০ সেনা নিহত যুদ্ধে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনে গত এক সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে এখনও পর্যন্ত রাশিয়ার প্রায় ৫০০ সৈন্য নিহত ও দেড় হাজারেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে মস্কো। বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেনকভ এক বিবৃতিতে এ তথ্য জানান। বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণে এ পর্যন্ত ৪৯৮ রুশ সৈন্য মারা গেছে। এছাড়া আহত হয়েছে এক হাজার ৫৯৭ জন। তবে ইউক্রেনের দাবির সঙ্গে রাশিয়ার প্রকাশ করা সেনা হতাহতের সংখ্যার মিল নেই। ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার ৫ হাজার ৮৪০ জন সেনাকে হত্যা করেছে। এ সম্পর্কে ইগর কোনাশেনকভ জোর দিয়ে বলেছেন, রুশ সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির ভ্রান্ত রিপোর্ট ইচ্ছা করে পশ্চিমা গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, ৮ দিনের যুদ্ধে ইউক্রেনের ২,৮৭০ জন সৈন্য নিহত এবং ৩,৭০০ আহত হয়েছে। রুশ সেনা ইউক্রেনের পাঁচটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলেও জানান ইগর। এদিকে, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ২ হাজারেরও বেশি অসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি ইউক্রেন কর্তৃপক্ষের। রাশিয়ার সামরিক বাহিনীর ইউক্রেনজুড়ে অনবরত গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় এই প্রাণহানি ঘটেছে বলে জানায় ইউক্রেনের জরুরি বিভাগ। সংস্থাটি আরও জানিয়েছে, ৮ দিনের এই যুদ্ধে রাশিয়া শত শত পরিবহন কেন্দ্র, আবাসিক ভবন, হাসপাতাল ও কিন্ডারগার্টেন ধ্বংস করেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ার ৫০০, ইউক্রেনের ২,৮০০ সেনা নিহত যুদ্ধে

আপডেট : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনে গত এক সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে এখনও পর্যন্ত রাশিয়ার প্রায় ৫০০ সৈন্য নিহত ও দেড় হাজারেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে মস্কো। বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেনকভ এক বিবৃতিতে এ তথ্য জানান। বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণে এ পর্যন্ত ৪৯৮ রুশ সৈন্য মারা গেছে। এছাড়া আহত হয়েছে এক হাজার ৫৯৭ জন। তবে ইউক্রেনের দাবির সঙ্গে রাশিয়ার প্রকাশ করা সেনা হতাহতের সংখ্যার মিল নেই। ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার ৫ হাজার ৮৪০ জন সেনাকে হত্যা করেছে। এ সম্পর্কে ইগর কোনাশেনকভ জোর দিয়ে বলেছেন, রুশ সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির ভ্রান্ত রিপোর্ট ইচ্ছা করে পশ্চিমা গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, ৮ দিনের যুদ্ধে ইউক্রেনের ২,৮৭০ জন সৈন্য নিহত এবং ৩,৭০০ আহত হয়েছে। রুশ সেনা ইউক্রেনের পাঁচটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলেও জানান ইগর। এদিকে, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ২ হাজারেরও বেশি অসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি ইউক্রেন কর্তৃপক্ষের। রাশিয়ার সামরিক বাহিনীর ইউক্রেনজুড়ে অনবরত গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় এই প্রাণহানি ঘটেছে বলে জানায় ইউক্রেনের জরুরি বিভাগ। সংস্থাটি আরও জানিয়েছে, ৮ দিনের এই যুদ্ধে রাশিয়া শত শত পরিবহন কেন্দ্র, আবাসিক ভবন, হাসপাতাল ও কিন্ডারগার্টেন ধ্বংস করেছে।