ইরানে তীব্র ভূমিকম্পে আহত ৫০০

- আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০০ জনের বেশি আহত হয়েছেন। বুধবার ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয়ি শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
আজারবাইজানের গভর্নর মুহাম্মদ সাদেগ বলেছেন; পশ্চিম আজারবাইজান প্রদেশের ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পের আঘাতে ৫২৮ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে ১৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্প এবং এর আফটারশকের ফলে আজারবাইজানের ১২টি গ্রামের প্রায় ৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যার মধ্যে ৫০টি বাড়ি সর্ম্পূরূপ ধ্বংস হয়ে গেছে। ইরানি সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী; সকাল ৩টা ৫১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স এর আগে জানিয়েছিল; ভূমিকম্পটির উৎপত্তি আর্মেনিয়া-আজারবাইজান-ইরান সীমান্তের কাছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দোকান এবং ঘরবাড়ি ধ্বংসের ফুটেজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করেছে।
উল্লেখ্য; ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান।
দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ১৯৯০ সালে ইরানে ৭ দশমিক ৪ মাত্রার প্রাঘাতী এক ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পের ফলে দেশটিতে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত ও আরও ৩ লক্ষ মানুষ আহত হন। গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরও ৫ লক্ষ মানুষ।