আফগানিস্তানে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত ৫২

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

কাবুল, ১৯ ডিসেম্বর: আফগানিস্তানে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৫২ জন। আহতের সংখ্যা ৬৫ জন। দেশটির গাজনি প্রদেশে একটি বাস, ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘট ঘটে। বুধবার গভীর রাতে আফগানিস্তানে মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কাবুল-কান্দাহার হাইওয়েতে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫২ জন নিহত এবং আরও ৬৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে উপস্থিত পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Read More: চিকিৎসা বিজ্ঞানে বড় জয়, ক্যানসার ভ্যাকসিন আবিষ্কার রাশিয়ার

এদিকে আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার জানিয়েছেন, গাজনির শাহবাজ গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কার এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপরদিকে পূর্বাঞ্চলীয় আন্দার জেলায় অপর একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder