২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার
  • / 11

পবিত্র মসজিদে নববীর প্রতিবেশী শতবর্ষী কুরআনপ্রেমীর ইন্তেকাল
মদিনা– ২৩ জুন­ সুদূর ইমাম বুখারির দেশ সমরখন্দ থেকে তিনি এসেছিলেন শুধুমাত্র পবিত্র মদিনার সবুজ গম্বুজটির টানে। প্রিয় নবীজি সা.-র প্রতি নিখাদ ভালোবাসা থেকে মসজিদে নববীর খেদমতে এবং রওজায়ে নবীর সান্নিধ্যে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন তিনি।
সেই কবে পবিত্র ভূমির মাটি স্পর্শ করেছিলেন তিনি। আর ফিরে যাননি স্বদেশে পরিবার-পরিজনদের কাছে। এই শতায়ুর নাম সাইয়্যেদ মহিউদ্দিন হাফিজুল্লাহ। এই শুক্রবার জুম্মার নামাযের সময় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এরপর থেকে মদিনাসহ বহু দেশের মানুষ তাঁর মাগফিরাতের জন্য দোয়া করেছেন। জানা গিয়েছে– মহিউদ্দিন হাফিজুল্লাহর জানাযা শনিবার ফজরের পর মসজিদে নববীতেই অনুষ্ঠিত হয়। এরপর মদিনার পবিত্র গোরস্থান জান্নাতুল বাকিতে তাঁকে সমাহিত করা হয়েছে।
সর্বদা হাস্যোজ্জ্বল এই মানুষটিকে প্রায়ই মসজিদে নববীতে কুরআন তিলাওয়াতে মগ্ন থাকতে দেখা যেত। আল্লাহ্র জিকিরে জিহ্বা সিক্ত থাকত তাঁর। মসজিদে নববীতেই দীর্ঘ ৫০ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামায আদায় এবং মহান আল্লাহ্তায়ালার জিকির ও ইবাদত বন্দেগি করেছেন তিনি। তাঁর কোনও স্ত্রী বা সন্তান ছিল না। মদিনার পবিত্র মসজিদে নববীর পাশেই একটি ঘরে একাকী থাকতেন। মৃতু্যর সময় মহিউদ্দিন হাফিজুল্লাহর বয়স হয়েছিল আনুমানিক ১০৭ বছর। মহিউদ্দিন ছিলেন মদিনা নগরীর প্রবীণদের অন্যতম। ইসলামে দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রা.)-এর বংশধর। ইসলামের বিখ্যাত ইতিহাসবিদ ও আলেম মহিউদ্দিন ইবনে আরাবি (রহ.) ছিলেন তাঁর পূর্বপুরুষ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপডেট : ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার

পবিত্র মসজিদে নববীর প্রতিবেশী শতবর্ষী কুরআনপ্রেমীর ইন্তেকাল
মদিনা– ২৩ জুন­ সুদূর ইমাম বুখারির দেশ সমরখন্দ থেকে তিনি এসেছিলেন শুধুমাত্র পবিত্র মদিনার সবুজ গম্বুজটির টানে। প্রিয় নবীজি সা.-র প্রতি নিখাদ ভালোবাসা থেকে মসজিদে নববীর খেদমতে এবং রওজায়ে নবীর সান্নিধ্যে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন তিনি।
সেই কবে পবিত্র ভূমির মাটি স্পর্শ করেছিলেন তিনি। আর ফিরে যাননি স্বদেশে পরিবার-পরিজনদের কাছে। এই শতায়ুর নাম সাইয়্যেদ মহিউদ্দিন হাফিজুল্লাহ। এই শুক্রবার জুম্মার নামাযের সময় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এরপর থেকে মদিনাসহ বহু দেশের মানুষ তাঁর মাগফিরাতের জন্য দোয়া করেছেন। জানা গিয়েছে– মহিউদ্দিন হাফিজুল্লাহর জানাযা শনিবার ফজরের পর মসজিদে নববীতেই অনুষ্ঠিত হয়। এরপর মদিনার পবিত্র গোরস্থান জান্নাতুল বাকিতে তাঁকে সমাহিত করা হয়েছে।
সর্বদা হাস্যোজ্জ্বল এই মানুষটিকে প্রায়ই মসজিদে নববীতে কুরআন তিলাওয়াতে মগ্ন থাকতে দেখা যেত। আল্লাহ্র জিকিরে জিহ্বা সিক্ত থাকত তাঁর। মসজিদে নববীতেই দীর্ঘ ৫০ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামায আদায় এবং মহান আল্লাহ্তায়ালার জিকির ও ইবাদত বন্দেগি করেছেন তিনি। তাঁর কোনও স্ত্রী বা সন্তান ছিল না। মদিনার পবিত্র মসজিদে নববীর পাশেই একটি ঘরে একাকী থাকতেন। মৃতু্যর সময় মহিউদ্দিন হাফিজুল্লাহর বয়স হয়েছিল আনুমানিক ১০৭ বছর। মহিউদ্দিন ছিলেন মদিনা নগরীর প্রবীণদের অন্যতম। ইসলামে দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রা.)-এর বংশধর। ইসলামের বিখ্যাত ইতিহাসবিদ ও আলেম মহিউদ্দিন ইবনে আরাবি (রহ.) ছিলেন তাঁর পূর্বপুরুষ।