কর্নাটকে সড়ক দুর্ঘটনায় মৃত ৬ তীর্থযাত্রী সহ আহত ১৬, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

- আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 2
পুবের কলম, ওয়েবডেস্ক : কর্নাটকে সড়ক দুর্ঘটনায় মৃত ৬। এদের মধ্যে তিনজন মহিলা। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোররাতে কর্নাটকের সৌন্দত্তি ইয়াল্লাম্মা মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পিক আপ ভ্যানে চেপে কর্নাটকের সাভাদাত্তি শহরের সৌন্দত্তি ইয়াল্লাম্মা মন্দিরে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। কর্নাটকের বেলাগাভি জেলার হালকুন্দা গ্রাম থেকে ওই ভ্যানে চাপেন তারা। দলে ছিলেন প্রায় ২৩ জন। যাওয়ার পথে ওই পিক আপ ভ্যান ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। আহত ১৬ জনকে উদ্ধার করে গোকাক ও রামদুর্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতদের সকলেরই বাড়ি বেলাগাভির হালকুন্দা গ্রামে। তাঁদের নাম হনুমাপ্পা (২৫), দীপা (৩১), কুমারী সবিতা (১১), মারুতি (৪২) এবং ইন্দ্র (২৪)। অপর এক মৃতের পরিচয় জানা যায়নি।
পুলিশ সুপার সঞ্জীব পাটিল জানিয়েছেন, হালকুন্দা গ্রাম থেকে তীর্থযাত্রীরা সাভাদাত্তির ইয়াল্লাম্মা মন্দিরে যাচ্ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। অপর এক মহিলাকে গোকাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। ঘটনা নিয়ে কাডাকোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় আহত ১৬ জনের অবস্থা স্থিতিশীল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাছে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন কর্নাটকের সেচমন্ত্রী গোবিন্দ কারাজোল। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন তিনি। এর পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা প্রশাসন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শোকজ্ঞাপন করে ট্যুইটে করেছেন। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছে। আমি বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি। সকালেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে’।