১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

 গয়ায় স্কুলে  পুজোর আপেল খাওয়ার অপরাধে পিটিয়ে  হত্যা ৬ বছরের শিশুকে, গ্রেফতার দুই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার
  • / 9

Representative image

 

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ: দেবী দুর্গাকে খাওয়ার জন্য নিবেদন করা আপেল খেয়ে ফেলেছিল এক ৬ বছরের স্কুল পড়ুয়া। তার জেরে বেধড়ক মারধর করা হয় সেই একরত্তিকে।মারধরের জেরে বেহুঁশ হয়ে পড়ে সেই একরত্তি। আর জ্ঞান ফেরেনি তার। বিহারে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শেষ পর্যন্ত গ্রেফতার করা হল স্কুলের পরিচালন সমিতির দুই সদস্যকে।

গয়ার বাকী বিঘা গ্রামে লিটল লিডার্স পাবলিক স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির নাম বিবেক। তার দাদা পুলিশকে জানিয়েছেন, স্কুল ক্যাম্পাসের ভিতরেই দুর্গাপূজার আয়োজন করা  হয়েছিল। বিবেক পুজোয় রাখা একটি আপেল খেয়ে ফেলে এবং পরে শিশুটিকে একটি ঘরে নিয়ে গিয়ে ব্যপক মারধর করা হয়।  পরে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।

বিবেককে  স্কুলের গেটের বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে একজন অটো চালক তাকে বাড়িতে নিয়ে আসেন। চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার  পথে বিবেক মারা যায়।

 

মৃত্যুকালিন জবানবন্দীতে ছোট্ট বিবেক বলে যায় তাকে বুকে মারধর করা হয়েছে। ওয়াজিরগঞ্জের এসএইচও রাম একবাল যাদব বলেন : “আমরা একটি এফআইআর দায়ের  করেছি এবং অভিযুক্তকে গ্রেফতার করেছি। নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন যে ছাত্রটি   লিটল লিডার্স পাবলিক স্কুলে পড়ত এবং সেখানে হোস্টেলে থাকত। তাকে নির্মমভাবে মারধর করা হয়।” অভিযুক্ত বিকাশ সিং এবং তার স্ত্রী, যিনি স্কুলের মালিক। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এই  ঘটনা প্রকাশ্যে আসার পরেই স্কুলের অভিভাবক থেকে শুরু করে শিক্ষকরা সকলেই ধৃতদের কঠোর শাস্তি দাবি করেছেন। ( ২২৪)

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 গয়ায় স্কুলে  পুজোর আপেল খাওয়ার অপরাধে পিটিয়ে  হত্যা ৬ বছরের শিশুকে, গ্রেফতার দুই

আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার

 

 

 

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ: দেবী দুর্গাকে খাওয়ার জন্য নিবেদন করা আপেল খেয়ে ফেলেছিল এক ৬ বছরের স্কুল পড়ুয়া। তার জেরে বেধড়ক মারধর করা হয় সেই একরত্তিকে।মারধরের জেরে বেহুঁশ হয়ে পড়ে সেই একরত্তি। আর জ্ঞান ফেরেনি তার। বিহারে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শেষ পর্যন্ত গ্রেফতার করা হল স্কুলের পরিচালন সমিতির দুই সদস্যকে।

গয়ার বাকী বিঘা গ্রামে লিটল লিডার্স পাবলিক স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির নাম বিবেক। তার দাদা পুলিশকে জানিয়েছেন, স্কুল ক্যাম্পাসের ভিতরেই দুর্গাপূজার আয়োজন করা  হয়েছিল। বিবেক পুজোয় রাখা একটি আপেল খেয়ে ফেলে এবং পরে শিশুটিকে একটি ঘরে নিয়ে গিয়ে ব্যপক মারধর করা হয়।  পরে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।

বিবেককে  স্কুলের গেটের বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে একজন অটো চালক তাকে বাড়িতে নিয়ে আসেন। চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার  পথে বিবেক মারা যায়।

 

মৃত্যুকালিন জবানবন্দীতে ছোট্ট বিবেক বলে যায় তাকে বুকে মারধর করা হয়েছে। ওয়াজিরগঞ্জের এসএইচও রাম একবাল যাদব বলেন : “আমরা একটি এফআইআর দায়ের  করেছি এবং অভিযুক্তকে গ্রেফতার করেছি। নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন যে ছাত্রটি   লিটল লিডার্স পাবলিক স্কুলে পড়ত এবং সেখানে হোস্টেলে থাকত। তাকে নির্মমভাবে মারধর করা হয়।” অভিযুক্ত বিকাশ সিং এবং তার স্ত্রী, যিনি স্কুলের মালিক। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এই  ঘটনা প্রকাশ্যে আসার পরেই স্কুলের অভিভাবক থেকে শুরু করে শিক্ষকরা সকলেই ধৃতদের কঠোর শাস্তি দাবি করেছেন। ( ২২৪)