বন্ধ হবে ব্রিটেনের ৬০ ভাগ কারখানা!

- আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়তে থাকায় ব্রিটেনে প্রতি ১০টি কোম্পানির মধ্যে ৬টিই বন্ধ হয়ে যেতে পারে। ব্রিটিশ শিল্প-কারখানার স্বার্থ রক্ষাকারী সংগঠন ‘মেইকইউকে’র এক সমীক্ষায় এই তথ্য বেরিয়ে এসেছে। সমীক্ষায় দেখা গেছে, ব্রিটেনের শিল্প উৎপাদকদের প্রায় ৫০ শতাংশই গত এক বছরে বিদ্যুৎ ব্যয় শতভাগের বেশি বৃদ্ধির কথা জানিয়েছেন।
১৩ শতাংশ শিল্প-কারখানা এরইমধ্যে পরিচালন-সময় কমিয়েছে। ৭ শতাংশ শিল্প-কারখানা বেশি সময় ধরে বন্ধ থাকছে। তেল গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির চলমান সংকট ব্রিটেনের শিল্প খাতকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। খুব দ্রুত সংকট মোকাবিলা না হলে শিল্প মালিকদের সামনে কেবল দুটি বিকল্প থাকছে- উৎপাদন কমাও অথবা কারখানা সম্পূর্ণ বন্ধ করে দাও। এই সমীক্ষা ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে জন্য বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে। সোমবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হবে। মনে করা হচ্ছে, বিদেশমন্ত্রী লিজ ট্রাস তার কনজারভেটিভ পার্টির প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে হারিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন।
ব্রিটেনের শিল্প খাত এরইমধ্যে সংকোচনের কবলে পড়েছে। শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রমের চিত্র-নির্দেশক সূচকে দেখা যায়, চলতি সপ্তাহে ব্রিটিশ কারখানাগুলোর কার্যক্রমে যে ধস নেমেছে, ২০২০ সালের মে মাসে কোভিডের কারণে লকডাউন আরোপের পর এত বড় অবনমন দেখা যায়নি।