৬০ হাজার রোহিঙ্গা নতুন করে ঢুকে পড়েছে বাংলাদেশে

- আপডেট : ২ মার্চ ২০২৫, রবিবার
- / 18
ঢাকা: বাধার পরও ৬০ হাজারের মতো রোহিঙ্গা নতুন করে ঢুকে পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। মায়ানমার বাংলাদেশ বর্ডার নিরাপদ আছে দাবি করে তিনি বলেছেন, আমাদের সীমান্ত কিন্তু পুরোপুরি সুরক্ষিত আছে। এখানে কোনো সমস্যা নাই। তবে বাংলাদেশ-মায়ানমার বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। ভবিষ্যতে এটা কার হবে? মায়ানমার না কি আরাকান আর্মির, তা বলা তো মুশকিল। সেজন্য বিজিবি উভয়পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। বাধার পরও ৬০ হাজারের মতো রোহিঙ্গা নতুন করে ঢুকে পড়েছে। অনেক সময় মানবিক কারণে সেটা আটকাতে পারাও যায় না। সাথে বিদেশীদের একটা প্রেসার আছে, তাদের রাখার জন্য ফেরত না পাঠাই সেজন্য। এজন্য আমরাও তাদের সাহায্য সহযোগিতা বাড়াতে বলেছি। আর এটাও তো ঠিক যে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটা জায়গায় আটকা। সরকার কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সজাগ, সচেতন।