১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মৎস্যজীবীদের বড়শিতে ধরা পড়ল ৬২ কেজি ওজনের বাগাড় মাছ! দাম উঠল ১ লক্ষ টাকা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার
  • / 4

পুবের কলম, ওয়েবডেস্ক : এক বিশাল আকারের মাছ ধরা দিল মৎস্যজীবীর বড়শিতে। মাছটির নাম বাগাড়। মাছের ওজন ৬২ কেজি। ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হওয়া এই মাছটিকে দেখতে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল উপচে পড়ে। এত বড় মাছ বড়শিতে শিকার করা একটি বিরল ঘটনা।

গত বৃহস্পতিবার বাংলাদেশের কুড়িগ্রাম জেলা চিলমারিতে ব্রহ্মপুত্র নদ থেকে এই ৬২ কেজির মাছটি মৎস্যজীবীদের বড়শিতে ধরা পড়ে। মাছের দাম এক লক্ষ টাকা। শুক্রবার সকালেই নাগেশ্বরী পুর বাজারে এক হাজার ৬০০ টাকা কেজি দরে বাগাড় মাছটিকে বিক্রি করা হয়। মাছের দাম ওঠে এক লক্ষ টাকা।

মৎস্যজীবীদের বড়শিতে ধরা পড়ল ৬২ কেজি ওজনের বাগাড় মাছ! দাম উঠল ১ লক্ষ টাকা

 

কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হলে উৎসুক মানুষের ভিড় উপচে পড়ে। অটোরিকশার পাটাতনের পুরো স্থান জুড়ে ছিল মাছটি। এত বড় মাছ দেখে সবাই হতবাক। মাছটিকে ঘিরে চলে ফটো তোলা থেকে সেলফি।

মাছের মালিক হানিফ আলী জানান, চিলমারিতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে এক জেলের বড়শিতে বাগাড় মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে আনেন তিনি। দাম বেশি তাই ক্রেতা কম।

শুক্রবার সকালে পৌরবাজারে মাছটি কেটে এক হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বাগাড় ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝে মাঝেই বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে।

এতে বোঝা যায়, এ জেলার নদ-নদী এখনও মৎস্য সম্পদে সমৃদ্ধ। ইলিশের নিষেধাজ্ঞা সময়টিকে মান্যতা দেওয়ায় এখন নদীতে সব ধরনের মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধরা পড়ছে বড় বড় মাছ। তবে বাগাড় মাছ মাংসাশী। বড়শিতে জেলেরা এতে বিভিন্ন ধরনের মাংসের টুকরা দিয়ে তাদের আকৃষ্ট করে, সেই প্রলোভনেই আসে বাগাড় মাছ।

নদী গবেষক নাহিদ হাসান বলেন, ব্রহ্মপুত্র নদে বাগাড় মাছ প্রায়শই দেখা যায়। বাংলাদেশের সবচেয়ে বেশি বাগাড় মাছের বাস এই ব্রহ্মপুত্র নদেই।  তবে বর্তমানে ব্রহ্মপুত্র নদে ছোট ছোট বাগাড় মাছও ধরা হচ্ছে। ১০ কেজি ওজনের নিচে বাগাড় মাছ শিশু। প্রজননের সময় ইলিশ শিকারে যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়, গবেষণা করে শিশু বাগাড় মাছ শিকারেও একই রকম নিষেধাজ্ঞা দেওয়া এখন সময়ের দা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মৎস্যজীবীদের বড়শিতে ধরা পড়ল ৬২ কেজি ওজনের বাগাড় মাছ! দাম উঠল ১ লক্ষ টাকা

আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : এক বিশাল আকারের মাছ ধরা দিল মৎস্যজীবীর বড়শিতে। মাছটির নাম বাগাড়। মাছের ওজন ৬২ কেজি। ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হওয়া এই মাছটিকে দেখতে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল উপচে পড়ে। এত বড় মাছ বড়শিতে শিকার করা একটি বিরল ঘটনা।

গত বৃহস্পতিবার বাংলাদেশের কুড়িগ্রাম জেলা চিলমারিতে ব্রহ্মপুত্র নদ থেকে এই ৬২ কেজির মাছটি মৎস্যজীবীদের বড়শিতে ধরা পড়ে। মাছের দাম এক লক্ষ টাকা। শুক্রবার সকালেই নাগেশ্বরী পুর বাজারে এক হাজার ৬০০ টাকা কেজি দরে বাগাড় মাছটিকে বিক্রি করা হয়। মাছের দাম ওঠে এক লক্ষ টাকা।

মৎস্যজীবীদের বড়শিতে ধরা পড়ল ৬২ কেজি ওজনের বাগাড় মাছ! দাম উঠল ১ লক্ষ টাকা

 

কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হলে উৎসুক মানুষের ভিড় উপচে পড়ে। অটোরিকশার পাটাতনের পুরো স্থান জুড়ে ছিল মাছটি। এত বড় মাছ দেখে সবাই হতবাক। মাছটিকে ঘিরে চলে ফটো তোলা থেকে সেলফি।

মাছের মালিক হানিফ আলী জানান, চিলমারিতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে এক জেলের বড়শিতে বাগাড় মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে আনেন তিনি। দাম বেশি তাই ক্রেতা কম।

শুক্রবার সকালে পৌরবাজারে মাছটি কেটে এক হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বাগাড় ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝে মাঝেই বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে।

এতে বোঝা যায়, এ জেলার নদ-নদী এখনও মৎস্য সম্পদে সমৃদ্ধ। ইলিশের নিষেধাজ্ঞা সময়টিকে মান্যতা দেওয়ায় এখন নদীতে সব ধরনের মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধরা পড়ছে বড় বড় মাছ। তবে বাগাড় মাছ মাংসাশী। বড়শিতে জেলেরা এতে বিভিন্ন ধরনের মাংসের টুকরা দিয়ে তাদের আকৃষ্ট করে, সেই প্রলোভনেই আসে বাগাড় মাছ।

নদী গবেষক নাহিদ হাসান বলেন, ব্রহ্মপুত্র নদে বাগাড় মাছ প্রায়শই দেখা যায়। বাংলাদেশের সবচেয়ে বেশি বাগাড় মাছের বাস এই ব্রহ্মপুত্র নদেই।  তবে বর্তমানে ব্রহ্মপুত্র নদে ছোট ছোট বাগাড় মাছও ধরা হচ্ছে। ১০ কেজি ওজনের নিচে বাগাড় মাছ শিশু। প্রজননের সময় ইলিশ শিকারে যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়, গবেষণা করে শিশু বাগাড় মাছ শিকারেও একই রকম নিষেধাজ্ঞা দেওয়া এখন সময়ের দা