২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইন্সে

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার
  • / 7

 পুবের কলম ওয়েবডেস্কঃশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন্সের লুজান দ্বীপ। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে,  বুধবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের একটি হাসপাতাল ও একাধিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।কম্পন অনুভূত হয়েছে রাজধানী ম্যানিলাতেও। ভূমিকম্পে দু’জনের প্রাণহানির খবর মিলেছেন, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

 

শক্তিশালী  এ ভূমিকম্পের উৎপত্তিস্থল লুজান দ্বীপের দোলোরেস শহর থেকে ১১ কিলোমিটার  দক্ষিণ-পূর্বে। সেখানে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি লাগানগিলাং শহরের নিরাপত্তা কর্মকর্তা মাইকেল ব্রিলান্টেস বলেন, ‘মাটি এমনভাবে কাঁপছিল, মনে হচ্ছিল যেন আমি কোনও দোলনায় রয়েছি   এবং হঠাৎ আলো নিভে গেল। আমরা দৌড়ে অফিস থেকে বেরিয়ে আসি।

 

আমি চিৎকার শুনতে পাচ্ছিলাম এবং আমার কিছু সঙ্গী কান্নায় ভেঙে পড়েছিল।’ তার  কথায়, ‘আমার দেখা এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভেবেছিলাম, মাটি ফেটে  দু’ভাগ হয়ে যাবে।’ স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আবরা প্রদেশে বাড়ির ধসে পড়া  স্লাবের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫  জন। আহতদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্শ্ববর্তী প্রদেশ বেঙ্গুয়েটের লা ত্রিনিদাদ শহরে মারা গেছেন এক নির্মাণ শ্রমিক। সেখানে ভূমিধসের পর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইন্সে

আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার

 পুবের কলম ওয়েবডেস্কঃশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন্সের লুজান দ্বীপ। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে,  বুধবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের একটি হাসপাতাল ও একাধিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।কম্পন অনুভূত হয়েছে রাজধানী ম্যানিলাতেও। ভূমিকম্পে দু’জনের প্রাণহানির খবর মিলেছেন, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

 

শক্তিশালী  এ ভূমিকম্পের উৎপত্তিস্থল লুজান দ্বীপের দোলোরেস শহর থেকে ১১ কিলোমিটার  দক্ষিণ-পূর্বে। সেখানে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি লাগানগিলাং শহরের নিরাপত্তা কর্মকর্তা মাইকেল ব্রিলান্টেস বলেন, ‘মাটি এমনভাবে কাঁপছিল, মনে হচ্ছিল যেন আমি কোনও দোলনায় রয়েছি   এবং হঠাৎ আলো নিভে গেল। আমরা দৌড়ে অফিস থেকে বেরিয়ে আসি।

 

আমি চিৎকার শুনতে পাচ্ছিলাম এবং আমার কিছু সঙ্গী কান্নায় ভেঙে পড়েছিল।’ তার  কথায়, ‘আমার দেখা এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভেবেছিলাম, মাটি ফেটে  দু’ভাগ হয়ে যাবে।’ স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আবরা প্রদেশে বাড়ির ধসে পড়া  স্লাবের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫  জন। আহতদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্শ্ববর্তী প্রদেশ বেঙ্গুয়েটের লা ত্রিনিদাদ শহরে মারা গেছেন এক নির্মাণ শ্রমিক। সেখানে ভূমিধসের পর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।