পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি ভোটের আগে বড় ধাক্কা খেল আপ। কেজরিতে ভরসা হারিয়ে দল ছাড়ল ৭ বিধায়ক। অপেক্ষার আর ৫ দিন। তারপরেই দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগেই ধাক্কা আপ শিবিরে। শুক্রবার একযোগে আম আদমি পার্টি (আপ) ছাড়লেন সাত বিধায়ক! দলের আহ্বায়ক কেজরিওয়ালকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার কথা জানিয়েছেন তাঁরা। কেন তাঁরা দল ছাড়লেন? দলত্যাগী বিধায়ক ভাবনা গৌর জানিয়েছেন, কেজরি এবং আপের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলায় এই সিদ্ধান্ত। তবে আপের এক সূত্রের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিধায়কেরা। অবশ্য, আপের হাত ছেড়ে কাদের হাত ধরেছেন তারা, এই নিয়ে এখনও কিছু জানা যায়নি।