চালকের ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা হরিয়ানায়, মৃত ৭, আহত আরও ৪

- আপডেট : ৪ মার্চ ২০২৩, শনিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের চালক ঘুমিয়ে পড়ার কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হরিয়ানা। ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, আহত হয়েছে আরও চারজন। ট্রাক ও বাসের সঙ্গে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান বাসের ট্রাকের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার হরিয়ানার আম্বালায় যমুনা নগর-পাঞ্চকুলায় মহা সড়কে ট্রাক ও মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মৃত্য হয়েছে কমপক্ষে সাতজনের। আহত আরও চার। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শাহজাদপুর থানার এসএইচও বীর বাহান জানিয়েছেন, যমুনা নগর-পাঞ্চকুলা মহা সড়কে একটি মাল বোঝাই ট্রেইলার একটি বাসকে ধাক্কা মারে।
এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন। বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে। এই দুর্ঘটনার প্রতিঘাত এতটাই ছিল যে ট্রাকটি রাস্তার সম্পূর্ণ বিপরীত দিকে উল্টে পড়ে যায়। জানা গিয়েছে, বাসটি উত্তর প্রদেশের বরেলি থেকে হিমাচল প্রদেশের বাড্ডির দিকে যাচ্ছিল।
শাহজাদপুর থানার এসএইচও বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রাক চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ট্রাক চালক। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে। দুই গাড়ির চালকই সুস্থ আছেন। তবে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।