কেরলে কুকুরের তাণ্ডবে গুরুতর জখম মন্দিরে আসা ৭ ভক্ত
ইমামা খাতুন
- আপডেট :
২ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 13
প্রতীকী ছবি
পুবের কলম ওয়েব ডেস্কঃ কুকুরের অত্যাচারে অতিষ্ঠ কেরলবাসী। রাজ্যের কোল্লামের জেলায় এক মন্দিরে কুকুরের দৌরাত্ম্যর জন্য ৭ জন মন্দিরে আসা ভক্তরা গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ বছরের একটি মেয়েও রয়েছে বলে খবর।
উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরে কোল্লামের শ্রীধর্ম শাস্তা মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। পুলিশ জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মন্দিরের সামনে তাঁদের উপর চড়াও হয় কুকুরটি। আহত ওই ৭ জন ভিন রাজ্য থেকে এসেছে বলেই জানা গেছে।
১২ বছরের মেয়েটি ও বাকি ভক্তদের কুলাথুপুজা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। তারা আপাতত চিকিৎসাধীন রয়েছে। আহত ওই মেয়েটির নাম অভিরামি। আহতদের মধ্যে ইজাকি এবং মণিকাণ্ডন নামক দুই ভক্তের আঘাত গুরুতর বলেই হাসপাতাল সূত্রে খবর। তাঁদের পুনালুর তালুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মন্দিরে আসা ভক্তদের যখন কুকুরটি আক্রমণ করেছিল, তখন তাঁদের বাঁচাতে ছুটে আসেন পুলিশকর্মীর। তাঁদের দিকেও তেড়ে যায় কুকুরটি। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও মন্দিরে আসা ভক্তদের আক্রমণ করেছে কুকুর।তবে এই প্রথমবার এমন ভাবে গুরুতর আহত হয়েছে কোনও ভক্ত।