০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আরও ৮টি চিতা আনা হচ্ছে, ৪টি চিতা মে মাসে আসবে

চামেলি দাস
  • আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, শনিবার
  • / 151

পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা থেকে ফের ভারতে চিতা আনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বাতসোয়ানা থেকে দু’টি ধাপে মোট আটটি চিতা আনা হচ্ছে ভারতে। যার মধ্যে মে মাসে চারটি আনা হবে।  শুক্রবার ভোপালে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে বিষয়টি জানানো হয়েছে। ২০২২ সালে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল। যার মধ্যে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ ছিল। এরপর ২০২৩ সালেও ১২টি চিতা আনা হয়েছিল। বর্তমানে কুনো জাতীয় উদ্যানে ২৬টি চিতা রয়েছে। যার মধ্যে ১৬টি চিতা জঙ্গলে এবং ১০টি পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। এদের মধ্যে ভারতে জন্ম নিয়েছে ১৪টি চিতা শাবক।  ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA জানিয়েছে,  দেশজুড়ে চিতা প্রকল্পে এখনও পর্যন্ত মোট ১১২ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। যার মধ্যে মোট ব্যয়ের ৬৭ শতাংশ মধ্যপ্রদেশে চিতা পুনর্বাসন প্রকল্পে ব্যয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ। নামিবিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং কেনিয়া থেকে আরও চিতা আনার পরিকল্পনা নিয়েছে ভারত। দু’টি পর্যায়ে আটটি চিতা ভারতে আনা হবে। মে মাসের মধ্যে বতসোয়ানা থেকে চারটি চিতা  আনার পরিকল্পনা রয়েছে। পরে আরও চারটি চিতা আনা হবে। NTCA -র বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত এবং কেনিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।

প্রজেক্ট চিতার আওতায়, রাজস্থানের সীমান্ত সংলগ্ন গান্ধি সাগর অভয়ারণ্যে চিতাদের স্থানান্তর করা হয়েছে। অতএব, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্যে একটি আন্তঃরাজ্য চিতা সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চিতা পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট কলার আইডি ব্যবহার করে ২৪ ঘন্টা ট্র্যাকিং রাখা হয়।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আরও ৮টি চিতা আনা হচ্ছে, ৪টি চিতা মে মাসে আসবে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা থেকে ফের ভারতে চিতা আনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বাতসোয়ানা থেকে দু’টি ধাপে মোট আটটি চিতা আনা হচ্ছে ভারতে। যার মধ্যে মে মাসে চারটি আনা হবে।  শুক্রবার ভোপালে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে বিষয়টি জানানো হয়েছে। ২০২২ সালে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল। যার মধ্যে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ ছিল। এরপর ২০২৩ সালেও ১২টি চিতা আনা হয়েছিল। বর্তমানে কুনো জাতীয় উদ্যানে ২৬টি চিতা রয়েছে। যার মধ্যে ১৬টি চিতা জঙ্গলে এবং ১০টি পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। এদের মধ্যে ভারতে জন্ম নিয়েছে ১৪টি চিতা শাবক।  ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA জানিয়েছে,  দেশজুড়ে চিতা প্রকল্পে এখনও পর্যন্ত মোট ১১২ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। যার মধ্যে মোট ব্যয়ের ৬৭ শতাংশ মধ্যপ্রদেশে চিতা পুনর্বাসন প্রকল্পে ব্যয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ। নামিবিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং কেনিয়া থেকে আরও চিতা আনার পরিকল্পনা নিয়েছে ভারত। দু’টি পর্যায়ে আটটি চিতা ভারতে আনা হবে। মে মাসের মধ্যে বতসোয়ানা থেকে চারটি চিতা  আনার পরিকল্পনা রয়েছে। পরে আরও চারটি চিতা আনা হবে। NTCA -র বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত এবং কেনিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।

প্রজেক্ট চিতার আওতায়, রাজস্থানের সীমান্ত সংলগ্ন গান্ধি সাগর অভয়ারণ্যে চিতাদের স্থানান্তর করা হয়েছে। অতএব, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্যে একটি আন্তঃরাজ্য চিতা সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চিতা পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট কলার আইডি ব্যবহার করে ২৪ ঘন্টা ট্র্যাকিং রাখা হয়।