মালয়েশিয়াগামী ৮০ রোহিঙ্গা আটক

- আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার
- / 6
পুবের কলম ওয়েব ডেস্কঃ নতুন জীবনে আশায় মায়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার পথে ৮০ জনেরও বেশি রোহিঙ্গাকে আটক করা হয়েছে। একটি নিরাপত্তা সূত্রে এই খবর মিলেছে শনিবার। বলা হয়, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয়। তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের সম্মুখীন হয়েছে। নাগরিকত্ব, স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। তাই রোঙ্গিারা প্রায়ই দেশত্যাগ করে মালয়েশিয়ার মতো দেশে চলে যেতে চায়। শুক্রবার সোম রাজ্যের থানবিউজায়াত শহরের কাছ থেকে একদল রোহিঙ্গাকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
সূত্রের খবর, পাচারকারীরা তাদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আপাতত এ ঘটনায় তদন্ত চলছে। রাখাইন রাজ্য ছেড়ে যাওয়ায় রোহিঙ্গারা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবে কিনা তা স্পষ্ট নয়।
অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত রোহিঙ্গাদের ২ বছরের জেল হতে পারে মায়ানমারে। এক খবরে বলা হয়, মায়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ মোন রাজ্যের মুডন শহরের কাছে একটি নৌকায় ১২০ জন রোহিঙ্গাকে খুঁজে পেয়েছে। ইয়াঙ্গুন ও নেপিদোতে মানব পাচার বিরোধী বিভাগ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।