BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট মহাকুম্ভে নিয়ে গিয়ে স্ত্রীকে হত্যা, গ্রেফতার স্বামী জয়নগরে ভলিবল টুর্নামেন্ট রায়দিঘিতে ৩টি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় তৃনমূলের আবারও অমীমাংসিত বৈঠক,কৃষকদের মূল দাবি অধরাই দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা অতিশী ‘হপ্তা উসুলি’ শোতে আপত্তিকর মন্তব্য! কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে দায়ের মামলা সারপ্রাইজ টেস্টে ফেল ৮৪ নামাজাদা ওষুধ, জারি সতর্কতা তেলেঙ্গানায় সুড়ঙ্গে ধস, উদ্ধার কাজ নিয়ে খোঁজ নিলেন রাহুল গান্ধি জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায়

সারপ্রাইজ টেস্টে ফেল ৮৪ নামাজাদা ওষুধ, জারি সতর্কতা

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম, ওয়েবডেস্ক: গুণমান পরীক্ষায় ব্যর্থ নিত্য ব্যবহৃত একাধিক ওষুধ।  অ্যাসিডিটি, কোলেস্টেরল সহ ডায়াবেটিসের ৮৪ টি ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় ওষুধগুলি নিয়ে সতর্কতা জারি করেছে দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যানডার্ডস কন্ট্রোল অর্গানাইজ়েশন’ (সিডিএসসিও)।  জানানো হয়েছে, অ্যাসিডিটি, কোলেস্টরল, ডায়াবেটিস ও জিবানু ঘটিত রোগের মোকাবিলায় নামাজাদা যে সকল ওষুধ ব্যবহার করা হয়, তার অধিকাংশই ওষুধ নিরাপদ নয়। এই ওষুধগুলির গুণগত মান অত্যন্ত খারাপ। যা রোগীদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এছাড়া সংশ্লিষ্ট ওষুধগুলি অতিদ্রুত বাজার থেকে তুলে নেওয়া হোক।

 

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন কোম্পানির তৈরি ৮৪টি ব্যাচের ওষুধ (অ্যাসিডিটি, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস) নিরাময়ের জন্য ওষুধও রয়েছে তাদের বেশিরভাগ গুণমান পরীক্ষা ডাহা ফেল হয়েছে।  বলা বাহুল্য, সিডিএসসিও আধিকারিকেরা প্রতি মাসে আচমকা, কোনও আগাম নির্দেশিকা ছাড়াই বাজারচলতি ওষুধ পরীক্ষা করে দেখেন। এর আগেও এমন ‘সারপ্রাইজ় টেস্টে’ ব্যর্থ হয়েছিল বহু ওষুধ।  কয়েক মাস আগেও  বদহজমের ওষুধ ‘প্যান ডি’, ক্যালসিয়াম সাপলিমেন্ট ‘শেলক্যাল’, অ্যান্টি-ডায়াবিটিক ওষুধ ‘গ্লিমেপিরাইড’, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রক ‘টেলমিসারটান’ ও আরও বেশি কিছু নামজাদা ওষুধ পরীক্ষায় মুখ থুবড়ে পরে।

 

এদিন সিডিএসসিও  তার রিপোর্টে জানায়, তাদের পরীক্ষায় ৮৪ টিরও বেশি ওষুধ ‘নট অব স্যান্ডার্ড কোয়ালিটি’ (এনএসকিউ) বা যথেষ্ট গুণমানের মাপকাঠি উতরোতে পারেনি। এই সংখ্যাটি তাদের কাছে যথেষ্ট চিন্তা ও উদ্বেগের। এ ঘটনায় একাধিক প্রশ্নের মুখে পড়েছেন ওষুধপ্রস্তুতকারী সংস্থাগুলি।  প্রথমত, পরীক্ষায় ‘ফেল’ করা ওষুধগুলোর মধ্যে বেশির ভাগই জরুরি ও বহুল ব্যবহৃত ওষুধ।  যদিও এই ৮৪টি ওষুধের তালিকায় ঠিক কোন কোন সংস্থার ওষুধ রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder