৮৫ বছর বৃদ্ধ বাবার ঠাঁই গাছতলায়! সম্পত্তি হাতিয়ে নিয়ে ঘরছাড়া করলেন ছেলে ও মেয়েরা

- আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্কঃ যে বয়সে তাঁকে সেবা-যত্ন করার কথা সেই বয়সে পৌঁছে ছেলে ও মেয়ের হাত থেকে জুটল অকথ্য অত্যাচার। বাবার সম্পত্তি হাতিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাঁর দুই সন্তান। বর্তমানে ৮৫ বছরের বৃদ্ধ বাবার ঠাঁই গাছতলা। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকছে মালদা জেলার রতুয়া ১ নং ব্লকের বাহারাল এলাকা।
৮৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি হাতিয়ে নিয়ে ঘরছাড়া করলেন ছেলে এবং মেয়ে। অসহায় ওই বৃদ্ধকে ঘরে ফেরানোর আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।
সূত্রের খবর, ঝড়বৃষ্টি উপেক্ষা করে তিনি গাছের নীচেই থাকেন। ওই বৃদ্ধর পরিবারে রয়েছে দুই ছেলে এবং পাঁচ মেয়ে।স্ত্রী আমিনা ইন্তেকাল করেছেন প্রায় ৫ বছর আগে। দ্বিতীয় পক্ষের স্ত্রী মনোয়ারা বিবি বেঁচে থাকলেও তাঁর কোনও সন্তান নেই।
স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধ পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তবে কখনও কখনও হাটে বাজারে তিনি হলুদও বিক্রি করতেন। ভ্যানচালিয়ে ও হলুদ বিক্রি করে ছেলে মেয়েদের মানুষ ও পড়াশোনা শিখিয়েছেন তিনি। তবে অসুস্থতার জন্য তিনি আর কাজ করতে পারেন না। ছেলে মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে।
এরাইতের নামে ভিটে সহ তিন বিঘা সম্পত্তি ছিল। প্রায় পাঁচ বছর আগে ছেলেমেয়েদের সমানভাগে সম্পত্তি লিখে দিয়েছেন তিনি। তবে ছোট মেয়েকে তিনি একটু বেশি সম্পত্তি লিখে দিয়েছিলেন। তারপর ছোট মেয়ের সঙ্গেই থাকতেন তিনি। কিন্তু এদিন তাঁর ছোট মেয়ে তাঁকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেয়।ছোট মেয়েকে বেশি সম্পত্তি দেওয়ায় তাঁকে বাকি ছেলেমেয়েরা ঘরছাড়া করে দেয় বলে অভিযোগ। এখন তিনি বাহারালের উত্তর সাহাপুরের হাবেলি গ্রামে আমগাছের তলায় থাকতে শুরু করেছেন। এলাকাবাসী খেতে দিলে খেতে পান। নইলে খালি পেটেই থাকতে হয় বলে অভিযোগ।
তবে এই ভাবে আর কতদিন এমন করে থাকবেন এই বৃদ্ধ। যদিও প্রশাসনকে এই বিষয়ে এই ভাবে জানানো হয়েছে।