১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙড়ে পুলিশ আই এস এফ গন্ডগোলে এখনও পর্যন্ত গ্রেফতার ৯

চামেলি দাস
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 9

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: সোমবার ভাঙড়ে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয়।আর সেই কাণ্ডে সারা রাত তল্লাশি চালিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।তিন জনকে রাতে গ্রেফতার করা হয়। গভীর রাতে তল্লাশি চালিয়ে বাকি ছ’জনকে গ্রেফতার করে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর, হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।সোমবারের গন্ডগোলের পরে মঙ্গলবার থমথমে গোটা এলাকা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া পুলিশ ভ্যান, বাইক। তা সরানোর কাজ শুরু হয়েছে। চাপা উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে দাবি পুলিশের।এলাকায় রয়েছে পুলিশি নজরদারি।সোমবার শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফের তরফে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়ে ছিল।সেখানে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফের কর্মী, সমর্থকরা।ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির ডাকে সমাবেশে যোগ দিতে আসার সময় মিছিল আটকানোকে কেন্দ্র করে উত্তাল হয় বাসন্তী হাইওয়ে। আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। জনতা পাল্টা আক্রমণ করলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ শুরু করে।তাতে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। এরপরই বাসন্তী হাইওয়েতে বসে বিক্ষোভ দেখাতে থাকে আইএস এফ কর্মীরা।বিক্ষোভে আচমকা উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের এই শোনপুর এলাকা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভাঙড়ে পুলিশ আই এস এফ গন্ডগোলে এখনও পর্যন্ত গ্রেফতার ৯

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: সোমবার ভাঙড়ে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয়।আর সেই কাণ্ডে সারা রাত তল্লাশি চালিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।তিন জনকে রাতে গ্রেফতার করা হয়। গভীর রাতে তল্লাশি চালিয়ে বাকি ছ’জনকে গ্রেফতার করে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর, হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।সোমবারের গন্ডগোলের পরে মঙ্গলবার থমথমে গোটা এলাকা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া পুলিশ ভ্যান, বাইক। তা সরানোর কাজ শুরু হয়েছে। চাপা উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে দাবি পুলিশের।এলাকায় রয়েছে পুলিশি নজরদারি।সোমবার শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফের তরফে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়ে ছিল।সেখানে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফের কর্মী, সমর্থকরা।ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির ডাকে সমাবেশে যোগ দিতে আসার সময় মিছিল আটকানোকে কেন্দ্র করে উত্তাল হয় বাসন্তী হাইওয়ে। আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। জনতা পাল্টা আক্রমণ করলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ শুরু করে।তাতে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। এরপরই বাসন্তী হাইওয়েতে বসে বিক্ষোভ দেখাতে থাকে আইএস এফ কর্মীরা।বিক্ষোভে আচমকা উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের এই শোনপুর এলাকা।