সর্বোচ্চ সময় প্র্যাক্টিসের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল ৯৮ বছরের আইনজীবীর

- আপডেট : ১০ নভেম্বর ২০২৩, শুক্রবার
- / 40
পুবের কলম ওয়েব ডেস্কঃ তাঁর বয়স ২ কম ১০০। ৯৮ বছর বয়সেও সকাল দশটায় আদালতে পৌঁছে যান আইনজীবী পি বি মেনন। যতদিন বেঁচে থাকবেন ততদিন প্র্যাক্টিস চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। নিজের এই কাজ পাগল মানসিকতার জন্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছেন পি বি মেনন।
পালাক্কড় বার অ্যাসোসিয়েশনে গত ৭৩ বছর ৬০ দিন ধরে আইনজীবী হিসেবে কাজ করছেন তিনি। মেনন ছাড়া দেশে এমন কোনও আইনজীবী নেই, যে বা যারা এতদিন আইনি পেশায় যুক্ত ছিলেন। এমনকি গোটা বিশ্বেও এমন ব্যক্তিত্ব অমিল।
জিব্রাল্টারের বাসিন্দা লুইস ডব্লিউ ট্রাই ৭০ বছর ৩১১ দিন আইনজীবী হিসেবে কাজ করে গিনেস বুকে নাম তুলেছিলেন। তাঁর থেকেও প্রায় ৩ বছর বেশি কাজ করে তাক লাগালেন মেনন।
১৯২৬ সালে কেরলের পালাক্কড় জেলায় জন্ম হয় পাচুভেটিল বালাসুব্রামানিয়া মেনন ওরফে পি বি মেননের।