‘আমি আবেগপ্রবণ-সোভাগ্যবান’, রামমন্দির প্রসঙ্গে মন্তব্য মোদির

- আপডেট : ১২ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- / 8
নয়াদিল্লি, ১২ জানুয়ারি: চলছে শেষ মুহূর্তের কাজ। নতুন বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের আগেই আবেগঘন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার জাতির উদ্দেশ্যে মোদি বলেন, “আমি আবেগপ্রবণ। জীবনে প্রথম আমি অন্য ধরনের অনুভূতি অনুভব করছি।” নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক অডিয়ো বার্তায় তিনি বলেন, “গর্ভগৃহে ‘রামলালা বিরাজমান’-এর মূর্তি ‘প্রাণ প্রতিষ্ঠা’র সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রত্যক্ষ করা সোভাগ্যের।”
নরেন্দ্র মোদি বলেন, ঈশ্বর তাঁকে সমস্ত ভারতীয়দের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। রামমন্দিরের পূর্ণ প্রতিষ্ঠা ‘ঐতিহাসিক এবং পবিত্র মুহূর্ত’ হিসাবে বর্ণনা করেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি শাস্ত্রে বর্ণিত এবং সাধুদের নির্দেশনা অনুযায়ী কঠোর নিয়ম মেনে চলবেন বলেও জানিয়েছেন মোদি। আজ থেকে আগামী ১১ দিন বিশেষ উদযাপন শুরু করছেন তিনি। তাঁর বক্তব্য, ‘ঈশ্বরের যজ্ঞের জন্য ও উপাসনার জন্য ধর্ম শাস্ত্রে যেমন বলা হয়েছে তা আমাদের করতে হবে। অবশ্যই আমাদের মধ্যে ঐশ্বরিক চেতনা জাগ্রত করতে হবে।’ ভারতীয়দের তাঁর নমো অ্যাপের মাধ্যমে তাঁর কাছে পৌঁছানোর আহ্বান এবং তাঁদের আশীর্বাদও চেয়েছেন প্রধানমন্ত্রী।