গণহত্যার অভিযোগ ভিত্তিহীন, ইসরায়েলকেই সমর্থন কানাড়ার

- আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগ তুলে গত ডিসেম্বরে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। গাজায় সামরিক তৎপরতা বন্ধ করতে ইসরাইলকে আহ্বান জানিয়ে রায় দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। গতকাল শুক্রবারই দক্ষিণ আফ্রিকার করা মামলায় রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।
এবার ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপের আইসিজের নির্দেশকে উপেক্ষা করল কানাডা। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে বুড়োআঙুল দেখিয়ে ইহুদি রাষ্ট্রের পাশেই দাঁড়াল কানাডা। স্পষ্ট করে জাস্টিন ট্রুডো সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও আমরা ইসরায়েলের প্রতিই সমর্থন অব্যাহত রাখব। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি জানিয়েছেন, “ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে গণহত্যার অভিযোগ এনে আইসিজেতে মামলা করেছে। কানাডা সেই অভিযোগ ভিত্তিহীণ বলে মনে করে। কানাডা সর্বদা ইসরায়েলের অস্তিত্ব ও আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।”
উল্লেখ, চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরাইলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পদক্ষেপ ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করে দক্ষিণ আফ্রিকা।