প্রধানমন্ত্রী ওবিসি পরিবারে জন্মাননি, বিজেপিই ওবিসির মর্যদা দিয়েছে : রাহুল

- আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী মোদি আজকাল প্রায় বলেন, তিনি ওবিসি। বৃহস্পতিবার সেই বক্তব্যকে মিথ্যা প্রমাণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ওড়িশায় ন্যায় জোড়ো যাত্রায় রয়েছেন রাহুল। বেলপাহাড় থেকে রাহুল বলেন, ওবিসিদের সংরক্ষণের বিরুদ্ধে প্রায় প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। নিজেকে ওবিসি সম্প্রদায়ের অংশ বলে দাবি করেন মোদি। কিন্তু আমি আপনাদের বলছি, ওবিসি সম্প্রদায়ে জন্মাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপনাদের বোকা বানানো হচ্ছে। গুজরাতের তেলি সম্প্রদায়ে জন্ম প্রধানমন্ত্রীর। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর ২০০০ সালে প্রধানমন্ত্রীর সম্প্রদায়কে ওবিসির মর্যদা দেওয়া হয়। আপনাদের প্রধানমন্ত্রী জেনারেল কাস্টেই জন্মেছিলেন। উনি ওবিসি ছিলেন না। কিন্তু সব জায়গায় গিয়ে প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন।
এরপর রাহুল বলেন, এটা প্রমাণ করার জন্যে বার্থ সার্টিফিকেটেরও প্রয়োজন নেই। আমি নিজের চোখেই দেখেছি, ওবিসি সম্প্রদায়ের কোনও মানুষককে প্রধানমন্ত্রী বুকে টেনে নেন না। কোনও কৃষক বা শ্রমিকের হাত ধরেন না তিনি। জাতি ভিত্তিক গণণাও করতে দেবেন না প্রধানমন্ত্রী।