স্বপ্ন দেখাচ্ছে জাহাজের, এদিকে ব্যয়বহুল হচ্ছে রেল: বিজেপিকে তোপ রাহুলের

- আপডেট : ৩ মার্চ ২০২৪, রবিবার
- / 10
নয়াদিল্লি, ৩ মার্চ: সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় স্লোগান। ব্যাপারটি ঠিক ‘রাত গ্যায়ি-বাত গ্যায়ি’-র মতন। বছর ঘুরলেই নিজের তৈরি স্লোগান ভুল করেও উচ্চারণ করেন না তিনি। এবার মোদির অস্ত্রেই তাঁকে বিদ্ধ করলেন রাহুল গান্ধি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা লেখেন, ‘স্বাধীনতার পর থেকেই দেশে ধীর গতির ট্রেন চলেছে। তাই তিনি ঝাঁ চকচকে ‘জাদু রেল’ বানাবেন। ‘আচ্ছে দিন’ আনবেন। তাঁকে ভোট দিলেই দ্রুত দৌড়াবে ট্রেন। এমনকি হাওয়াই জাহাজে চড়বে সর্বস্তরের মানুষরা। ভোটের আগে এমনটাই প্রতিশ্রুতি দিতেন নরেন্দ্র মোদি।’
রাহুল আরও জানান, ‘‘হাওয়াই চপ্পল’ পরা ব্যক্তিদের ‘হাওয়াই জাহাজে’ ভ্রমণের সুযোগ করে দেওয়ার নামে প্রধানমন্ত্রী মোদি আসলে তাদের ‘গরিবদের সওয়ারি’ রেলওয়ে থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। প্রতি বছর ১০ শতাংশ ভাড়া বৃদ্ধি। ভাড়ার নামে লুঠ। সাম্প্রতিক সময়ে ‘জাদুই রেলের’ নামে হু হু করে বেড়ে চলেছে টিকিট বাতিল চার্জ, প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া। হাওয়াই জাহাজের স্বপ্ন দেখানো হচ্ছে। আর রেলকে ব্যয়বহুল বানিয়ে দিচ্ছে সরকার।’
কংগ্রেস সাংসদের ভিযোগ, গত তিন বছরে প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড় কেড়ে নিয়ে সরকার তাঁদের কাছ থেকে ৩৭০০ কোটি টাকা আদায় করেছে। সাধারণ মানুষের ট্রেনগুলিকে যত্রতত্র দাঁড় করিয়ে, তাদের হয়রানি করা হচ্ছে। এসি কোচের সংখ্যা বাড়াতে গিয়ে সাধারণের জন্য কোচের সংখ্যা কমানো হচ্ছে। ভারতীয় রেলে শুধু শ্রমিক-কৃষকরাই নন, ছাত্র ও কর্মরত অনেকেই যাতায়াত করেন। মানবিক হন প্রধানমন্ত্রী। নিজের পকেট ভরা বন্ধ করুন।