মানুষ জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে ভোকাট্টা করবে: অভিষেক

- আপডেট : ২১ এপ্রিল ২০২৪, রবিবার
- / 6
পুবের কলম প্রতিবেদক: মোদির ট্রেলার মন্তব্য নিয়ে পাল্টা সুর চড়ালেন তৃণমূলের সসর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘মোদির দেখানো ট্রেলার আদতে দেখাল চরম মূল্যবৃদ্ধি।’ একইসঙ্গে অভিষেক বলেন, ‘মানুষ জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে ভোকাট্টা করবে। ভাজপাকে খুঁজে পাওয়া যাবে না।’
নদীয়ার নির্বাচনী প্রচার থেকে নাগরিকত্ব সংশোধনী আইনি নিয়ে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমরা প্রথম দিন থেকে বলেছিলাম ক্যা জুমলা। আজ সবাই সেটা বুঝতে পারছে। বিজেপির নেতারা বলছে ক্যা এর অ্যাপ্লাই করুন। বিজেপির কোনও নেতা ক্যা পোর্টালে অ্যাপ্লাই করেছে? অ্যাপ্লাই করতে গেলে আগে আপনাকে ঘোষণা করতে হবে, আপনি বাংলাদেশী। সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্ট রেশন, আধার ও ভোটার কার্ড বাতিল করে দেবে।” বিজেপি মিথ্যে কথা বলেও দাবি করেন অভিষেক।