দেউচা পাঁচামিতে এতো কাজ হচ্ছে বেকারত্ব থাকবে না: মমতা

- আপডেট : ৬ মে ২০২৪, সোমবার
- / 17
পুবের কলম, ওয়েবডেস্ক: তৃণমূলকে শিল্পবিরোধী তকমা দিতে যখন সিপিএম বিজেপি একযোগে নিশানা করে। তখন সোমবার সাঁইথিয়ায় লোকসভা নির্বাচনের জনসভা থেকে কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। এ দিনের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, দেউচাপাঁচামিতে কয়লাখনি হচ্ছে। সেখানে এত কাজ হচ্ছে যে বেকার থাকবে না। একইসঙ্গে তিনি কেন্দ্রের বিদায়ী শাসক দল বিজেপিকে নিশানা করেন। মমতা জনসভা থেকে আহবান জানান, মোদি হঠান দেশ বাঁচান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, “কেয়া শরম কি বাত, দেশ কা প্রধানমন্ত্রী করে জুমলা কা বাত। মুখ্যমন্ত্রী বলেন, “নোটবন্দির সময় জনগণের টাকা লুঠ করেছে মোদি সরকার। তৃণমূল সুপ্রিমো বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেন, মোদিরা যা যা বলেছেন কিচ্ছু করে নি। পাশাপাশি সন্দেশখালি ইস্যুতেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সন্দেশখালিতে কীভাবে প্ল্যান করে মা বোনেদের অসম্মান করেছেন।
উল্লেখ্য, সন্দেশখালিতে তৃণমূলের স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে তুলে বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি-সহ বিরোধী দলগুলি। যাকে কেন্দ্র করে একযোগে এক শ্রেণির সংবাদ মাধ্যম এবং বিজেপি দেশ জুড়ে তৃণমূল বিরোধিত শুরু করে। কিন্তু সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। (ভিডিওটির সত্যতা পুবের কলম যাচাই করেনি) যে ভিডিওতে বিজেপির স্থানীয় এক মন্ডল সভাপতিকে বলতে শোনা যাচ্ছে, তৃণমূলের বদনাম করতে টাকা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনৈতিকভাবে মিশন সন্দেশখালি সাজিয়েছিল। এ দিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে বক ধার্মিক বলে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বলেন, বিজেপি এবার ক্ষমতায় আসছে না। তাই দূর দূর করে কাঁপছে।