১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আঙুলের বদলে শিশুকন্যার জিভে অস্ত্রোপচার, ভুল স্বীকার কেরলের সরকারি হাসপাতালের, সাসপেন্ড চিকিৎসক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মে ২০২৪, শুক্রবার
  • / 24

পুবের কলম, ওয়েবডেস্ক:: মেয়ের চিকিৎসা করাতে এসে বড়সড় মাশুল গুণতে হল এক অভিভাবককে। আঙুল অস্ত্রোপচার করাতে এসে, ভুল করে তার জিভে অপারেশন করে দিলেন চিকিৎসক।

কেরলের কোঝিকোরের সরকারি হাসপাতালের ঘটনা। সাসপেন্ড করা হয়েছে ওই চিকিৎসককে। জানা গেছে, মেয়েটির হাতের পাঁচটির পরিবর্তে ৬টি আঙুল ছিল। সেই ৬ নম্বর আঙুলটি অস্ত্রোপচার করাতে শিশুকন্যাকে নিয়ে হাসপাতালে আসেন তার অভিভাবকেরা। কিন্ত অপারেশন থিয়েটার থেকে বের করার পর দেখা যায়, মেয়েটির মুখে ব্যান্ডেজ বাধা। নার্সকে কিছু জিজ্ঞাসা করলেও তিনি হেসে উড়িয়ে দেন। পরে চিকিৎসক জানান, মেয়েটির জিভে অস্ত্রোপচার করা হয়েছে।
অভিভাবকরা যখন ওই চিকিৎসককে জিজ্ঞাসা করেন, কেন এই ধরনের কাজ করা হয়েছে। তখন ওই চিকিৎসকের সাফাই, পরীক্ষার পর মুখের মধ্যে একটি সিস্ট পাওয়া গেছে, তাই এই অস্ত্রোপচার। অভিভাবকরা চিকিৎসকের ওই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, তাদের সন্তানের জিভে কোনও সমস্যা ছিল না। পরে অবশ্য শিশুকন্যার আঙুলটি অস্ত্রোপচার করা হয়।
পরিবারের অপর এক সদস্য জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে এটি তাদের ভুল হয়েছে। একই দিনে দুটি শিশুর অস্ত্রোপচার ছিল।

এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী বীনা গর্গ, অভিযুক্ত চিকিৎসক বীজন জনসনকে সাসপেন্ডের নির্দেশ দেন। মন্ত্রী হাসপাতালগুলিকে অস্ত্রোপচার এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতির প্রোটোকলগুলি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ জারি করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করা হয়েছে।

বিরোধীদলীয় নেতা ভিডি সতীসান এই ঘটনার নিন্দা করে, রাজ্যের চিকিৎসা পরিষেবার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আঙুলের বদলে শিশুকন্যার জিভে অস্ত্রোপচার, ভুল স্বীকার কেরলের সরকারি হাসপাতালের, সাসপেন্ড চিকিৎসক

আপডেট : ১৭ মে ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:: মেয়ের চিকিৎসা করাতে এসে বড়সড় মাশুল গুণতে হল এক অভিভাবককে। আঙুল অস্ত্রোপচার করাতে এসে, ভুল করে তার জিভে অপারেশন করে দিলেন চিকিৎসক।

কেরলের কোঝিকোরের সরকারি হাসপাতালের ঘটনা। সাসপেন্ড করা হয়েছে ওই চিকিৎসককে। জানা গেছে, মেয়েটির হাতের পাঁচটির পরিবর্তে ৬টি আঙুল ছিল। সেই ৬ নম্বর আঙুলটি অস্ত্রোপচার করাতে শিশুকন্যাকে নিয়ে হাসপাতালে আসেন তার অভিভাবকেরা। কিন্ত অপারেশন থিয়েটার থেকে বের করার পর দেখা যায়, মেয়েটির মুখে ব্যান্ডেজ বাধা। নার্সকে কিছু জিজ্ঞাসা করলেও তিনি হেসে উড়িয়ে দেন। পরে চিকিৎসক জানান, মেয়েটির জিভে অস্ত্রোপচার করা হয়েছে।
অভিভাবকরা যখন ওই চিকিৎসককে জিজ্ঞাসা করেন, কেন এই ধরনের কাজ করা হয়েছে। তখন ওই চিকিৎসকের সাফাই, পরীক্ষার পর মুখের মধ্যে একটি সিস্ট পাওয়া গেছে, তাই এই অস্ত্রোপচার। অভিভাবকরা চিকিৎসকের ওই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, তাদের সন্তানের জিভে কোনও সমস্যা ছিল না। পরে অবশ্য শিশুকন্যার আঙুলটি অস্ত্রোপচার করা হয়।
পরিবারের অপর এক সদস্য জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে এটি তাদের ভুল হয়েছে। একই দিনে দুটি শিশুর অস্ত্রোপচার ছিল।

এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী বীনা গর্গ, অভিযুক্ত চিকিৎসক বীজন জনসনকে সাসপেন্ডের নির্দেশ দেন। মন্ত্রী হাসপাতালগুলিকে অস্ত্রোপচার এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতির প্রোটোকলগুলি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ জারি করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করা হয়েছে।

বিরোধীদলীয় নেতা ভিডি সতীসান এই ঘটনার নিন্দা করে, রাজ্যের চিকিৎসা পরিষেবার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।