মোদি হারছে, মোদি কাদছে: মমতা

- আপডেট : ২৫ মে ২০২৪, শনিবার
- / 17
রফিকুল হাসান, হাড়োয়া: দুর্যোগের কারণে সভা বাতিলের কথা বললেও শেষমেশ উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়াতে সভা করতে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমে ভার্চুয়ালি বক্তব্য রাখলেও পরে আবহাওয়া সাথ দেওয়ায় হাড়োয়ার সার্কাস ময়দানে এসে বক্তব্য রাখেন। কেন্দ্রের বিজেপি সরকারের পাশাপাশি সিপিআইএম, কংগ্রেস ও আইএসএফকে একযোগে কটাক্ষ করেন। তিনি দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন এই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি হারছে। নরেন্দ্র মোদি কাদছে। বিনা পয়সায় বিদ্যুৎ দেবে বলেছিল। কিন্তু বিজেপি সরকার তা দেয় নি। বরং আমরা চাল দিচ্ছি, লক্ষীর ভান্ডার দিচ্ছি। স্বাস্থ্য সাথী থেকে সবুজ সাথী, চাষিদের ভাতা সবই দিচ্ছি। আর সেখানে বাংলাকে বঞ্চিত করছে তারা। আসলে রাজনৈতিক লড়াইয়ে না পেরে তারা বাংলার উপর এসব করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বাংলার উপর কামড়ালে জলাতঙ্ক রোগ হবে।
এদিন সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিজেপি থাকা মানে দেশ নিরাপদ নয়। তাই যে কোনো ভাবে বিজেপিকে হারাতে হবে। তাঁর শঙ্কা বিজেপিকে হারাতে না পারলে এসসি, এসটি, ওবিসিদের রিজার্ভেশন কেটে দেবে। দেশে দাঙ্গা বাঁধাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ভাষণে যা বলছেন তা গণতন্ত্রের জন্য শুভ নয়। মমতার কথায়, মোদি যাক দেশ থাক। একতা থাক, মোদি যাক। উল্লেখ্য, এদিন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন। পাশাপাশি তাঁর সতর্কবার্তা ভোট ভাগ হতে দেবেন না। বিজেপির থেকে টাকা নিয়ে অনেকেই ভোট ভাগ করার চেষ্টা করছেন। তাঁদের কথায় না গিয়ে আপনার ভোটটা তৃণমূলকে দেবেন বলে তিনি আহ্বান করেন।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছে। ২০৪৭ সাল পর্যন্ত নাকি উনি কাজ করবেন। এখনিই মোদি যাক বলে তিনি জানান। পাশপাশি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন মমতা। এদিন তিনি উন্নয়নের ফিরিস্তি জানিয়ে বলেন, ভোট মিটলে আমরা ১১ লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব। আমরা মোদিবাবুর উপর আর ভরসা করছি না। পাশাপাশি আগামীদিনে ৫০ দিনের কর্মশ্রী চালু করা হবে বলে তিনি জানান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন, সন্দেশখালিকে অসম্মান করেছে বিজেপি। ষষ্ঠ দফার ভোটে হিংসা নিয়ে তিনি মন্তব্য করেন, নন্দীগ্রাম, খেজুরিতে আবার গুন্ডামি করছে। রাজনৈতিক বদলা আমি নেবই বলে অকপটে তিনি জানান। বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে জনসভা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হড়োয়া সার্কাস ময়দানে এদিনের সভায় মহিলাদের উপচে পড়া ভিড় ছিল।