পেনসিলভানিয়া, ২১ অক্টোবরঃ প্রয়াত হলেন তুরস্কের মুসলিম ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন। তুরস্কে ২০১৬ সালের ১৫ জুলাই সামরিক অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩। গুলেনের খুতবা প্রকাশকারী ওয়েবসাইট ‘হারকুল’ সোমবার এক্স অ্যাকাউন্টে বলেছে, গুলেন রবিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
Read More: মাদ্রাসাগুলিকে অর্থ সাহায্য বন্ধ করা চলবে না, এনসিপিসিআরের সুপারিশে সুপ্রিম স্থগিতাদেশ
এক সময় এরদোগানের মিত্র ছিলেন ফেতুল্লাহ গুলেন। কিন্তু হঠাৎ করেই তারা একে অন্যের থেকে আলাদা হয়ে যান। ২০১৬ সালে তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টায় প্রায় ২৫২ জন প্রাণ হারায় এবং আহত হয় ২ হাজার ৭০০ মানুষ। গুলেন ১৯৯৯ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসনে বসবাস করছিলেন।