নিউইয়র্ক, ২২ অক্টোবরঃ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ আছড়ে পড়ল বিশ্বজুড়ে। গণহত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন রাজধানী ও শহরে ব্যাপক বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ।
Read More: শিয়ালদহ দক্ষিণ শাখায় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃতু যুবকের, ছিন্নবিছিন্ন দেহ উদ্ধার
এছাড়াও বেলজিয়ামের রাজধানী অসলো, ব্রাসেলস, ইতালির জেনোয়া, নেদারল্যান্ডসের রটারডাম এবং সুইডেনের গোথেনবার্গ ও মালমোতে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতি এবং গাজায় অবিলম্বে মানবিক সহায়তা সরবরাহের দাবি জানান। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনও জানিয়েছে ফিলিস্তিনি পতাকা উড়িয়েছে তারা। শিশুদের বিরুদ্ধে নৃশংসতা ও দখলদারের জবাবদিহি করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে তারা।
Read More: ভয়ংকর কাণ্ড ভাঙরে, চায়ের দোকানে থেকে উদ্ধার প্রৌঢ়ের গলাকাটা দেহ
অন্যদিকে জার্মানির ব্রেমেন শহরে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন ও সহিংসতার প্রতিবাদে পদযাত্রার আয়োজন করে ফিলিস্তিনি সম্প্রদায়। এই পদযাত্রায় আরব ও ইসলামী সম্প্রদায়ের পাশাপাশি জার্মান এবং ইউরোপীয় কর্মীরা অংশগ্রহণ করে। জার্মান-ফিলিস্তিনি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেটলেফ গ্রিশি সহ বিশিষ্ট জার্মান রাজনৈতিক ব্যক্তিত্বরা পদযাত্রায় যোগ দেন। ইসরাইলি সহিংসতার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানান তারা।