নয়াদিল্লি, ২২ অক্টোবর: সিলিন্ডারে বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা একটা বাড়ি। তারফলে ধ্বংসস্তূপে চাপা পড়ে এবং ঝলসে মৃত্যু হয়েছে ছয় জনের। জানা যায়, সোমবার রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিকান্দরাবাদে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আট জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বিকট শব্দ কেঁপে ওঠে আশপাশের এলাকা। শব্দ শুনে বাসিন্দারা বাইরে বেরিয়ে দেখেন, স্থানীয় একটি বাড়ি ভেঙে পড়েছে। আগুন জ্বলছে। তাঁরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে।
বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচ থেকে ছ’জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা সকলেই একই পরিবারের সদস্য। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ শেষের নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে, কীভাবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।