BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খানের নামে স্টেডিয়াম টানেল ধ্বস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর ‘শাট আপ মোদি’তে মুখরিত হবে সংসদ, নয়া স্লোগান তোলার ডাক রাজার

ওয়াকফ: বৈঠকে তীব্র বাগযুদ্ধ বোতল ভেঙে রক্তাক্ত কল্যাণ, পরে সাসপেন্ড

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

পুবের কলম, ওয়েবডেস্কঃ ওয়াকফ নিয়ে মঙ্গলবার ছিল যৌথ সংসদীয় কমিটির বৈঠক (জেপিসি)। সেই বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় সঙ্গে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তীব্র  বাদানুবাদ হয়।

 

পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে একসময় কল্যাণ তাঁর টেবিলে থাকা কাচের বোতল তুলে আছাড় মারেন। আর তাতে তিনি নিজেই আহত হন। তাঁর ডান হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুল রক্তাক্ত হয়। বৈঠক মুলতুবি করে কল্যাণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

 

উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তাঁর এজলাশে আইনজীবী হিসেবে অনেক মামলা লড়েছেন কল্যাণ বন্দোপাধ্যায়।

 

সরকারের হয়ে একাধিক মামলা লড়েছেন তিনি। সেইসব সময়ে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তাঁর তীব্র আইনি বাদানুবাদ হত। জেপিসি বৈঠকে যেন তারই একটি আভাস মিলল। জানা গিয়েছে, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কল্যাণকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি ফের বৈঠকে যোগ দেন। সেইসময় মিম সাংসদ আসদউদ্দিন ওয়াইসি ও আপ সাংসদ সঞ্জয় সিং তাঁকে সঙ্গে নিয়ে বৈঠকে ঢোকেন।

 

এদিন ওয়াকফ বিল নিয়ে জেপিসির বৈঠকে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারক, আইনজীবী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। সূত্রের খবর, এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও একবার বক্তব্য রাখার চেষ্টা করেন। ইতিমধ্যে তিনি তিনবার কথা বলেছেন বলে খবর।

 

এদিন বক্তব্য রাখার জন্য আরও একটি সুযোগ চেয়েছিলেন। সেইসময় বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরোধিতা করেন। আর এই নিয়ে উভয়ের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়। সেইসময় উত্তেজিত হয়ে কল্যাণ ব্যানার্জী একটি কাচের জলের বোতল তুলে টেবিলের ওপর ছুড়ে ফেলেন। তাতে তাঁর হাতে চোট লাগে।

 

এই ঘটনার জেরে বৈঠক কিছু সময়ের জন্য স্থগিত করে দেওয়া হয়। কল্যাণকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তাঁর হাতে চারটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। যদিও সূত্রের খবর, এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটির পরবর্তী একটি বৈঠকের জন্য কল্যাণকে সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘মিটিংয়ের ভিতরের ঘটনা বাইরে আলোচনা করা যায় না।’

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder