পুবের কলম,ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় কাঠগড়ায় মালিক। চারতলার অনুমতি নিয়ে সাত তালা নির্মাণের জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, ওই বহুতলটি বেআইনি। মালিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের তলায় এখনও বেশ কয়েকজন আটকে আছে বলে খবর। ঘটনাস্থলে আনা হয়েছে ‘ডগ স্কোয়াড’কেও।