উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভেঙে যাওয়া গাছ টানতে গিয়ে সুন্দরবনের পাথরপ্রতিমায় বিদ্যুৎস্পৃষ্ট মৃত নাবালকের বাড়িতে শনিবার গেলেন স্থানীয় বিধায়ক, স্থানীয় সাংসদ, বিডিও ও নবান্নের একাধিক পদাধিকারী।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড় দানার প্রভাবের ঝড় বৃষ্টিতে প্রচুর গাছপালা ভেঙেছে। আর ভাঙা গাছ ছাদে থেকে সরাতে গিয়ে শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক নাবালকের।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের শ্রী ধরনগর এলাকায়।মৃত নাবালকের নাম শুভজিৎ দাস (১৭) সে দশম শ্রেনীর মেধাবী ছাএ ছিলো।আর এই ঘটনার পরে এলাকায় নেমে শোকের ছায়া। আর শনিবার দুপুরে মথুরাপুরের সাংসদ বাপী হালদার,পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা,পাথরপ্রতিমার বিডিও ও নবান্নের ৩ জনের এক প্রতিনিধি দল মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন।
Read more: নিয়োগ দুর্নীতি মামলাঃ ধৃত প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি
এদিন পাথরপ্রতিমার বিডিও ৩ লক্ষ টাকার চেক তুলে দেন।এদিন সাংসদ ও বিধায়ক মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পক্ষ থেকে পাশে থাকার বার্তা ও দেন।এদিকে পুত্র হারা হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নাবালিকার পরিবার।