BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন মথুরাপুরে শুরু হল চারদিনের এম পি কাপ

বান্দ্রা স্টেশনে ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট ১০ জন যাত্রী

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
Stampede Mumbai’s Bandra railway

পুবের কলম, ওয়েবডেস্ক:  প্রবল ভিড়ের জের। ট্রেন ধরতে গিয়ে মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাস স্টেশনে হুড়োহুড়িতেই পদপিষ্ট ১০ জন যাত্রী। জানা গেছে, অনিয়ন্ত্রিত ভিড়ের জন্যে ১ নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটেছে।

 

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ট্রেন ধরার সময় হুড়োহুড়ির জেরেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আহতদের সঙ্গেসঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। রবিবার সকালে বাড়িমুখী যাত্রীদের ভিড় প্ল্যাটফর্মে এতটাই বেড়ে গিয়েছিল যে তা উপস্থিত পুলিশের নিয়ন্ত্রেণের বাইরে চলে যায়। এর জেরে পদপিষ্ট হন ১০ জন যাত্রী।

 

প্রসঙ্গত, যাত্রীরা ২২৯২১ বান্দ্রা-গোরখপুর এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন।

 

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ খামেনি, উত্তরসূরি নির্বাচনের দৌড়ে এগিয়ে কে?

 

ট্রেন আসতেই ট্রেনে আগে ওঠার জেরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আহত যাত্রীদের বান্দ্রার ভাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীপাবলি এবং ছটের উৎসব উদযাপনে বিপুল সংখ্যক এখন বাড়ি ফিরছেন। উত্তর প্রদেশ এবং বিহারের লক্ষ লক্ষ মানুষ কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। তাঁদেরই একটা বড় অংশ এদিন বাড়ি ফিরছিলেন।

 

রেলের তরফে জানানো হয়েছে, সাপ্তাহিক বান্দ্রা-গোরখপুর এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়।

 

রবিবার সকালে ট্রেনটি প্ল্যাটফর্মে দেরি করে আসার কারণেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সাধারণ বগিতে ওঠার জন্য মানুষের ভিড় এতটাই বেশি ছিল যে ধাক্কাধাক্কা শুরু হয়ে যায়। এর জেরে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder