BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন মথুরাপুরে শুরু হল চারদিনের এম পি কাপ

মধ্যপ্রদেশের বান্ধবগড় অভয়ারণ্যে মৃত ৭ হাতি, অসুস্থ আরও ২

রিপোর্টার:
  • শেষ আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের বান্ধবগড় অভয়ারণ্যে মৃত ৭ হাতি। গুরুতর অসুস্থ আরও ২। ভর্তি হাসপাতালে। অসুস্থ হাতিগুলির চিকিৎসা চালানো হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক।যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের খিতাউলি এলাকায় প্রথমে দুটি হাতির দেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। পরে তল্লাশি আরও দুটোকে মৃত অবস্থায় পান তারা। একটু এগিয়ে আরও পাঁচটি হাতিকে অসুস্থ অবস্থায় দেখেন। চিকিৎসা চলাকালীন তার মধ্যে আরও ৩টি হাতির মৃত্যু হয়। সর্বসাকুল্যে ৭ টি হাতির মৃত্যু হয়েছে।

প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণে এই মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বনকর্মীরা। রাজ্য বনদফতর সূত্রে খবর, মঙ্গলবার জঙ্গলে রুটিন টহলদারি করতে গিয়ে দুই হাতিকে মৃত অবস্থায় পান তারা। পরে সন্দেহ হলে বাকিদের খোঁজ মেলে।

প্রথমদিনে মৃত ৪টি হাতির মধ্যে ৩টি স্ত্রী ও একটি পুরুষ হাতি ছিল। মনে করা হচ্ছে, এই দলটিতে মোট ১৩টি হাতি ছিল। তার মধ্যে মৃত ও অসুস্থ এই ৯টি হাতির খোঁজ মিললেও বাকিগুলি এখনও অমিল। মৃত হাতিগুলিকে ময়নাতদন্তের জন্য জব্বলপুরের স্কুল অফ ওয়াইল্ডলাইফ ফরেনসিক অ্যান্ড হেলথে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বনকর্মীদের অনুমান, বান্ধবগড় অভয়ারণ্য সংলগ্ন বেশ কয়েকটি চাষের জমি রয়েছে। যেখানে কৃষকরা চাষ করে থাকেন। সম্ভবত ওই জমিতে কীটনাশক স্প্রে করা ছিল। সেই ফসল খেয়েই বিষক্রিয়া হয় হাতিদের মধ্যে। তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder