যৌথ সংসদীয় কমিটির কলকাতা সফরের সময় পশ্চিমবঙ্গের আগ্রহী ব্যক্তি এবং সংগঠনের বক্তব্য শুনবেন। এছাড়া ব্যক্তি বা সংগঠন লিখিতভাবেও ওই বিল সম্পর্কে তাঁদের অভিমত জানাতে পারবেন।
উল্লেখ্য, জেপিসি সূত্র থেকে জানা যাচ্ছে, তাদের কলকাতা সফরের সময় যে সকল ব্যক্তি বা সংগঠন বক্তব্য রাখতে চান বা লিখিতভাবে নিজেদের অভিমত পেশ করতে চান, তাঁরা নিম্ন ই-মেল আইডিতে সময় চেয়ে জেপিসি-র কাছে আবেদন করতে পারেন।