পুবের কলম, ওয়েবডেস্ক: অমানবিক! যুগের অন্যতম ঘৃণ্য অপরাধ। ‘রক্ষক’ না ‘রাক্ষস’ তকমা। ফের নেটিজেনদের সমালোচনার মুখে অসম পুলিশ। সড়ক দুর্ঘটনায় মৃত বাবা-মেয়ের দেহ ব্যাগ বন্দি করে দড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ফের প্রশ্নের মুখে অসম পুলিশ। ঘটনাটি ঘটেছে অসমের দাররাং জেলার মঙ্গলদোইয়ের সাকটোলার কাছে। মৃতদের নাম মথুরা নাথ ডেকা এবং নন্দিতা ডেক।
জানা গেছে, এদিন স্কুটারে করে বাড়ি ফিরছিলেন উভয়ে। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারেন মথুরা নাথ ডেকা। গাড়ি থেকে পড়ে যান তারা। স্থানীয়দের সাহায্য পৌঁছানোর আগেই দূর থেকে আসা একটি ট্রাক তাঁদের ওপর দিয়ে চলে যায়। তারপর ট্রাকের চাকায় পিসে ঘটনাস্থলেই মারা যান তারা। তবে বিতর্ক শুরু হয় পুলিশ পৌঁছানোর পর। এদিন মৃতদেহ উদ্ধার করতে গিয়েই অমানবিক কাণ্ড ঘটান তারা।
যার ভিডিয়ো এখন ভাইরাল। ঘটনার পরপরই খবর দেওয়া হয় পুলিশকে। লাশ উদ্ধারের জন্য স্ট্রেচার বা অন্যান্য পদ্ধতি ব্যবহার না করে পুলিশ কর্মকর্তারা নীল ব্যাগে মুড়ে দেহগুলিকে রশি দিয়ে টেনে নিয়ে যান। তারপরেই ক্ষোভের মুখে পড়ে অসম পুলিশ। এই প্রেক্ষিতে অসমের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, জিপি সিং জানিয়েছেন, পুরো বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনার পূর্ণ তদন্ত হবে। দোষীদের শাস্তি দেওয়া হবে।