BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

দীপাবলির রাতে কলকাতায় আইনভঙ্গের অভিযোগে গ্রেফতার ১,৪৪২ জন

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিষিদ্ধ বাজির দৌরাত্ম্য দেখা গেল দীপাবলির রাতে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার সচেতনতা প্রচার করা সত্ত্বেও দীপবলির রাতে মুড়িমুড়কির মতো নিষিদ্ধ বাজি ফাটার ঘটনা ঘটল। পাশাপাশি বেপরোয়াভাবে চলে ট্রাফিক আইন ভঙ্গ। কালীপুজোর রাতে কলকাতায় বিভিন্ন অভিযোগে গ্রেফতারের সংখ্যা ১ হাজার ৪৪২ জন।

কলকাতা পুলিশ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করেছিল। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ বাজি ফাটানো এবং অভব্য আচরণ করার অভিযোগ রয়েছে। তবে রাত ১২টায় সেই গ্রেফতারির সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৯২-এ! পুলিশ জানিয়েছে, খারাপ আচরণের জন্য ১৭৫ জনকে গ্রেফতার করেছে তাঁরা। বাকি ১১৭ জন গ্রেফতার নিষিদ্ধ বাজি ফাটানোর কারণে। এছাড়া এ দিন রাতে মোট ৫১৯.৭ কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়। ট্রাফিক আইন ভঙ্গ করার অপরাধে মোট গ্রেফতারের সংখ্যা ৮৪১ জন। এরমধ্যে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর অপরাধে ১৯৩ জন, পিছনে থাকা আরোহীর মাথায় হেলমেট না থাকার অপরাধে ২৯৬ জন, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অপরাধে ৯৩ জন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ৯০ জন এবং গাড়ির কাগজপত্র সঠিক না থাকা ও ট্রাফিক সিগন্যাল অমান্য করার অপরাধে ১৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, কালীপুজোর আগেই বিবৃতি প্রকাশ করে কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সবুজ বাজি ফাটাতে হবে। বাজি ফাটানোর সময়সীমাও উল্লেখ করে দেওয়া হয়েছিল। কালীপুজো বা দীপাবলির রাতে শুধু ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে বলে জানিয়েছিল পুলিশ।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder