ইসরাইল ধ্বংস হবে: খামেনি

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Khamenei Seriously Ill

তেহরান: হিজবুল্লাহ নয়, বরং ইসরাইলই ধ্বংস হবে। এমনই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইসরাইলের হাতে নিহত হিজবুল্লাহ ও হামাসের নেতাদের স্মরণ করে খামেনি বলেন, ‘সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং (ইয়াহিয়া) সিনওয়ারের চেতনা এখনও বেঁচে আছে। তাদের দেহ চলে গেছে, কিন্তু বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে। এই আদর্শ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ নেতানিয়াহুর সমালোচনা করে সর্বোচ্চ নেতা বলেন, ‘গাজায় প্রতিদিন হামলা চালানো হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। তবুও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিরোধ করে যাচ্ছে। লেবাননও একইভাবে প্রতিরোধ করছে।’

Read More: রুশ জেনারেলকে হত্যা, নিজের বিপদ ডেকে আনল ইউক্রেন!

ক’দিন আগে বিদ্রোহীদের অভিযানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন। প্রাণ বাঁচাতে তিনি সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটেছে এবং আসাদ পরিবারের ছয় দশকের শাসনেরও অবসান হয়েছে। দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া আসাদের এই সংকটে পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সিরিয়ায় আসাদের পতন তেহরান ও মস্কোর জন্য মধ্যপ্রাচ্যে একটি বড় কূটনৈতিক ধাক্কা। মঙ্গলবার তেহরানে মহিলাদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় খামেনি বলেন, ‘ইহুদি শাসকরা মনে করে তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং তাদের শেষ করবে। কিন্তু যে নিশ্চিহ্ন হবে, সেটি ইসরাইল।’

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder