পুবের কলম, ওয়েবডেস্ক: অনলাইনে অর্ডার করা হয়েছিল টাইলস। কিন্তু পার্সেল হাতে পেতেই চমকে উঠলেন মহিলা। টাইলসের বদলে ভেলিভারি বাক্স থেকে উদ্ধার হল কাটা দেহ! ভিতরে যা দেখলেন, তাতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এক মহিলার বাড়িতে পার্সেলে এক ব্যক্তির টুকরো টুকরো করা দেহাংশ আসে। সঙ্গে একটি নোটও দেওয়া ছিল। তাতে লেখা, যদি ১ কোটি ৩০ লক্ষ টাকা না দেন, তবে গোটা পরিবারের পরিণতি ভয়ঙ্কর হবে। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। ৪-৫ দিন আগে সম্ভবত তাঁকে খুন করা হয়েছিল। শুধু দেহাংশটুকুই পার্সেলে থাকায় মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।