রহস্যময় পার্সেল! বাক্স খুলতেই মিলল পচাগলা মৃতদেহ

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েবডেস্ক:  এ যেন এক থ্রিলার সিনেমা। ফুল অফ অ্যাকশন অ্যান্ড সাসপেন্স। শুনতে অবাক লাগলেও এহেন ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার  ইয়েন্দাগান্ডি গ্রামে।  জানা গেছে, বাড়ি নির্মাণের জন্য একটি সমিতির কাছে অর্থনৈতিক সাহায্য চেয়েছিলেন নাগা তুলসি নামে এক মহিলা। ইলেকট্রনিক্স সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাঁকে। কথামাফিক এদিন পার্সেল এসেছে খবর শুনে  মুখে খুশির ছাপ ফুটে উঠলেও মুহূর্তেই তা আতঙ্কে পরিণত হয়। কারণ পার্সেল খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে মানব দেহের ধরের নানা অংশ! যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় ওই মহিলার। সঙ্গে ছিল একটি চিঠি। সেখানে প্রায় দেড় কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে পরিবারকে।

নাগা তুলসি নামের ওই মহিলা ক্ষত্রিয় সেবা  সমিতি নামে এক সংস্থার কাছে বাড়ি নির্মাণের জন্য অর্থনৈতিক সাহায্য চান। প্রথম দফায় সমিতির পক্ষ থেকে মেঝের টাইলস পাঠানো হয়। বাড়ি নির্মাণের পরবর্তী পর্যায়ে ফের সাহায্যের জন্য আবেদন করেন তিনি। আবেদনে সাড়া দেয় কমিটি। হোয়াটসঅ্যাপে  ওই মহিলার কাছে একটি মেসেজ পাঠিয়ে জানান হয়, পার্সেল করে বৈদ্যুতিক

সরঞ্জাম পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার রাতে ওই মহিলার বাড়িতে সেই পার্সেল এসে পৌঁছয়৷ যে ব্যক্তি ওই পার্সেল নিয়ে আসেন, তিনিও মহিলাকে বৈদ্যুতিন সামগ্রীর কথা জানান। তবে বাক্স খুলতেই চক্ষু কপালে ওঠে তাঁদের।  দেখেন, তার ভিতরে এক ব্যক্তির দেহ রয়েছে৷ খবর দেওয়া পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় তাঁরা৷ দেহটি  ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ তাঁকে শানাক্তকরণের চেষ্টা চলছে। এছাড়া পার্সেল পাঠানো ওই সমিতি প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder