অশ্লীল ভিডিয়ো’! বন্ধ হল ভারতের এই ১৮ ওটিটি প্ল্যাটফর্ম  

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েবডেস্ক:  এছাড়া ভারতীয়দের তথ্য সুরক্ষিত রাখতে বেশ কিছু অ্যাপকে খোদ সরকারের তরফে ব্লক করে দেওয়া হয়েছে। ২০২১ সালের নতুন তথ্য প্রযুক্তি আইনানুসারে অশ্লীল এবং কুরুচিকর ভিডিয়ো দেখানোর দায়ে এই সমস্ত অ্যাপকে নিষিদ্ধ করেছে কেন্দ্রাসিন সরকার। এদিন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান লোকসভায় এ তথ্য   নিশ্চিত করেন।

বুধবার লোকসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান,  ভারতে পর্নোগ্রাফি প্রদর্শন রুখতে ২০২১ সালে সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়ন করে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও কিছু অ্যাপ আপত্তিকর কনটেন্ট দেখাচ্ছিল বলে অভিযোগ। সেই কারণেই ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইনের ভিত্তিতে ১৮ টি ওটিটি অ্যাপ ব্যান করেছে কেন্দ্র। এখানেই শেষ নয়, অ্যাপগুলোর মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। শুধু ওটিটি নয়, দর্শক টানতে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমকেও ব্যবহার করত বলে দাবি।

কোন কোন অ্যাপ ব্যান করা হয়েছে… দেখে নিন এক ঝলকে

১.আনকাট আড্ডা

২. ভুভি

৩.ড্রিমস ফিল্মস

৪.ইয়েসমা

৫.ট্রি ফ্লিকস

৬.এক্স প্রাইম

৭.নিওন এক্স ভিআইপি

৮.বেশরমস

৯. হান্টারস

১০. ব়্যাবিট

১১. এক্সট্রামুড

১২.নিউফ্লিক্স

১৩.মোজফ্লিক্স

১৪.হট শটস ভিআইপি

১৫. ফুজি

১৬.মুডএক্স

১৭.চিকোফ্লিক্স

১৮ প্রাইম প্লে

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder